হবিগঞ্জে নৌকাডুবে একই পরিবারের ৪ জন নিহত
হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে একই পরিবারের চারজন নিহত হয়েছে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রাম থেকে লাখাইয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে আজ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অষ্টগ্রামের আদমপুর গ্রামের হক মিয়া (৪৫), তাঁর ছেলে মুজাহিদ (৬) ও মেয়ে জান্নাত (৮)। দুর্ঘটনায় হক মিয়ার এক ভাতিজার মৃত্যু হলেও তার নাম জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন। তিনি জানান, হক মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা দুপুরে নিজেদের গ্রামের বাড়ি থেকে পাশে লাখাই উপজেলার শরিফপুর গ্রামে বেড়াতে আসছিলেন। পথে লাখাইয়ের স্বজন গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে ঢেউয়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা তীরে উঠতে পারলেও হক মিয়াসহ চারজন নিখোঁজ থাকে। বিকেল সোয়া ৪টার দিকে চারজনের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন জানান, লাশ উদ্ধারের পর লাখাই থানা পুলিশের মাধ্যমে লাশ বুঝিয়ে দেওয়া হয়। লাশ নিতে আসেন আদমপুর ইউপির চেয়ারম্যান বাদল মিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন