হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৩
হবিগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে আব্দুল আলীম (৩৫), আজল মিয়ার ছেলে ওলি আহমেদ (৩০) ও বানিয়াচং উপজেলার কামালকানির ওয়াদুদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)। আহত ব্যক্তি হলেন- নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে রুবেল মিয়া (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গুঙ্গিয়াজুড়ী হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে আহত হন আব্দুল আলীম, ওলি ও রুবেল।
এদিকে বানিয়াচং উপজেলার কামালখানী গ্রামের জুয়েল হাওর থেকে ট্রলিতে করে ধান আনার সময় বজ্রপাতে নিহত হয়।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত একজন চিকিৎসাধীন রয়েছেন।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডা. শোয়েব আহমেদ বজ্রপাতে হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন