হবিগঞ্জে বাসচাপায় নিহত ২, মহাসড়ক অবরোধ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার পর থেকে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছে।
নিহতরা হলেন- উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত মংলা মিয়ার ছেলে জেবু মিয়া (২৪) ও আব্দুল কাদিরের ছেলে খালিক (২৫)।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘জেবু ও খালিক মোটরসাইকেলযোগে বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার থেকে বাড়ি ফেরার সময় পুটিজুরী বাজারের মন্ডলকাপন গ্রামের মসজিদের কাছে পৌঁছালে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দ্বিগম্বর বাজারে বাসটিকে আটক করা হলেও চালক পালিয়েছে বলেও জানান তিনি।
ওসি আরো জানান, এ ঘটনায় প্রতিবাদে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে এবং যানচলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন