হবিগঞ্জে ৪ শিশু হত্যা মামলায় বিচার শুরু
হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলায় আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এ আদেশ দেন। আগামী ২৬ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত।
এসময় কারাগারে থাকা পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য ৩ আসামি পলাতক। তারা হচ্ছে—উস্তার মিয়া, বেলাল মিয়া এবং বাবুল মিয়া। ইতোমধ্যেই পলাতক আসামিদের মালামাল ক্রোক ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এদিকে, আসামি আরজু মিয়ার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। পাঁচ দিন পর বাড়ির অদূরের বালুমহাল থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলায় গত ৪ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। তাদের মধ্যে বাচ্চু মিয়া নামের একজন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন