হবিগঞ্জ তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত, আহত ১৫
হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজির মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাজির মিয়া লস্করপুর গ্রামের আজহার মিয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী হাবেলী থেকে হাজার হাজার লোকজন তাজিয়া মিছিল নিয়ে বের হয়। মিছিলটি ধোপাখাল এলাকায় পৌছলে তাজিয়া মিছিলে ব্যবহৃত একটি ঘোড়া ও গম্ভুজে বিদ্যুতের তার জড়িয়ে যায়। এসময় ঘটনাস্থলেই নাজির মিয়া নিহত হয়।
গুরুতর আহত সানু মিয়া (৩২), তুর্জয় (১৪), মাহি (১২), রুমেল (১৭), রুহেল (১৬), শাকিল (১৮), লাবলু (২০), সাইফুল (১৮), সেলিম মিয়া (১৩) সহ ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন