হরভজনকে শান্ত থাকতে বললেন সৌরভ গাঙ্গুলী
ভারতের একসময়ের স্পিন ভরসা হরভজন সিং এখন দলে ব্রাত্য। রবিচন্দ্রন অশ্বিন তার স্থলাভিষিক্ত হয়ে একের পর এক ম্যাজিক দেখিয়ে চলছেন। কার্যতঃ এই অশ্বিনের জন্যই একাদশে সুযোগ পাচ্ছেন না হরভজন। এমতাবস্থায় হরভজনের কী করা উচিৎ-সেটাই বললেন সাবেক কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হরভজনের একটি টুইট নিয়ে বিতর্কের শুরু। ভাজ্জি লিখেছিলেন, “আমি আর কুম্বুলে যদি গত চার বছর টেস্ট খেলার সুযোগ পেতাম, তবে আমাদের উইকেট সংখ্যা অন্যরকম হতো।”
এর মধ্যে অশ্বিন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছেন। হরভজনকে তিনি অনুপ্রেরণার উৎস বলেও উল্লেখ করেছেন। কিন্তু হরভজন রেগেমেগে আবারও টুইট করেন, “তোমার বিপক্ষে আমি কিছুই বলিনি। কিছু কারণে আমার লেখা কয়েকটি শব্দ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তোমার জন্য শুভকামনা। দেশের পতাকা তুলে ধরো।”
এমতাবস্থায় দুজনের মাঝখানে এসে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলী। ক্রিকইনফোর সাথে এক সাক্ষাতকারে তিনি বললেন, “হরভজনকে এটা সহজভাবেই নেওয়া উচিৎ এবং তাকে শান্ত থাকা উচিৎ। সে একজন চ্যাম্পিয়ন বোলার। তার সামনে এখনও অনেক পথ বাকী।”
অশ্বিন সম্পর্কে সৌরভ বলেন, “আমি জানি ইদানিং অনেক ম্যাচেই টার্নিং উইকেট তৈরি করা হচ্ছে। সেরকম পিচেই অশ্বিনকে বল করতে হচ্ছে এটা তো তার দোষ নয়। সে ভালই করছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন