শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হলিউডের সবচেয়ে ব্যয়বহুল পাঁচ টি দৃশ্য

হলিউডের ছবিতে একটি দৃশ্যকে বিশ্বাসযোগ্য করে তোলার সব চেষ্টাই করা হয়। আর তাতে যত অর্থই খরচ হোক না কেন, দৃশ্য হওয়া চাই বাস্তবের কাছাকাছি। কিছু কিছু শট এতই ব্যয়বহুল, যা দিয়ে অনায়াসে আরেকটি মাঝারি বাজেটের ছবিই বানানো সম্ভব! দ্য রিসেস্ট ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে হলিউডের শীর্ষ পাঁচ ব্যয়বহুল শট নিয়েই এই আয়োজন।

 

৫. ব্রুকলিন ব্রিজ শট (আই অ্যাম লিজেন্ড, ২০০৭) : ৫০ লাখ মার্কিন ডলার

উইল স্মিথ অভিনীত ‘আই অ্যাম লিজেন্ড’ সিনেমার মোট বাজেটই ছিল ১৫ কোটি মার্কিন ডলার। ছবিটি দর্শকরা সাদরে গ্রহণ করলেও ছবিটির একটি বিশেষ দৃশ্য সিনেমা মুক্তির আগেই দারুণ আলোড়ন তুলে ফেলে। ব্রুকলিন ব্রিজ নিউইয়র্ক শহরের অন্যতম এক ব্যস্ততাপূর্ণ জায়গা। এই কারণেই পরিচালকের পছন্দমতো শট নিতে মোট সময় লেগেছিল ছয়দিন। এ ছাড়া ১৪টি সরকারি এজেন্সির সাহায্য এবং মোট ক্রু মেম্বার বাদেও বাড়তি হাজারখানেক লোকবলের দরকার হয়েছিল এই শটটি ধারণ করতে।

৪. বিস্ফোরণ শট (পার্ল হারবার, ২০০১) : ৫৫ লাখ মার্কিন ডলার

ছবিটি যাঁরা দেখেছেন, তাঁরা মোটামুটি শিরোনাম দেখেই বুঝতে পারছেন এখানে কোন বিস্ফোরণের কথা বলা হয়েছে। পার্ল হারবারে জাপানি নৌবহরের আক্রমণের দৃশ্য রয়েছে এই তালিকার চার নম্বরে। বিস্ফোরণের এই সেটটি তৈরি করতেই সময় লেগেছিল দেড় মাস! দৃশ্যটি ধারণ করতে ব্যবহৃত হয়েছে ১২টি ক্যামেরা টিম, ৭০০ ডিনামাইট স্টিক, চার হাজার গ্যালন গ্যাসোলিন। এ ছাড়া প্রতিটি জাহাজে আলাদাভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে এ দৃশ্যে। সবচেয়ে মজার ব্যাপার, এই পুরো দৃশ্যটির সময় ছিল মাত্র ১২ সেকেন্ড!

৩. সুপারম্যানের অ্যান্ট্রি শট (সুপারম্যান রিটার্নস, ২০০৬) : এক কোটি মার্কিন ডলার

১০ মিলিয়ন ডলার অর্থ ব্যয় করে কোনো জিনিস কেনার পর তা হারিয়ে ফেললে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুব একটা ভালো লাগার কথা না! কিন্তু ‘সুপারম্যান রিটার্নস’-এর পরিচালক কিন্তু তাইই করেছিলেন। সুপারম্যানের অ্যান্ট্রির জন্য ১০ মিলিয়ন ডলারের একটি শট তিনি বাদই দিয়ে দিয়েছিলেন চূড়ান্ত এডিশন থেকে। কারণ আর কিছুই নয়, তাঁর কাছে মনে হয়েছিল সুপারম্যান পৃথিবীতে আসতে যেন একটু বেশি সময় নিয়ে নিচ্ছে! যদিও এটি পরে সিনেমাটির ব্লু রে ভার্সনে যুক্ত করা হয়েছিল।

২. হেলিকপ্টার শট (সোর্ডফিশ, ২০০১) : ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার

‘সোর্ডফিশ’ সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দিলেও সিনেমাটির একটি শট নিতে একেবারে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল এর স্ট্যান্টম্যানদের। ইতিহাসের দ্বিতীয় ব্যয়বহুল এই শটটিতে দেখা যায় একটি স্কুলবাস উড়ন্ত অবস্থায় একটি হেলিকপ্টারে আঘাত হানে। এখানে সত্যি সত্যিই স্টান্টম্যানকে বাস নিয়ে একটা হেলিকপ্টারকে আঘাত হানতে হয়েছিল। সম্পূর্ণ সেট তৈরি ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে এই শটটি পারফেক্ট করতে খরচ পড়েছিল সোয়া এক কোটি মার্কিন ডলারেরও বেশি, আর ঝুঁকির কথা তো বলারই অপেক্ষা রাখে না।

১. ফাইট শট (দ্য ম্যাট্রিক্স রিলোডেড, ২০০৩) : ৪ কোটি মার্কিন ডলার

সিনেমার নায়ক নিও ফাইট করছে অসংখ্য এজেন্টের সঙ্গে। ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ সিনেমার ১৭ মিনিটের এই দৃশ্যটি হলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল। ৪০ মিলিয়ন ডলার খরচার এই শটটি ছিল সিনেমার মোট বাজেটের ৪০ শতাংশ। আর এই দৃশ্যটি ধারণ করতে কয়দিন লেগেছিল জানেন? বেশি না, মাত্র ২৭ দিন!

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন