হলিউডে যাওয়ার কোনো ইচ্ছা নেই ক্যাটরিনার!

বলিউডে কাজের প্রচুর সুযোগ থাকলেও হলিউড সবসময়ই ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের টেনেছে। বেশি পারিশ্রমিক বা বৈশ্বিক সুনাম যাই হোক না কেন, হলিউডের মুভিতে অভিনয় করতে চান না বলিউডের এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন-ই হবে। ইতোমধ্যে হলিউডে পা রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অার সম্প্রতি খ্যাতিমান অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে ‘এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জাণ্ডার কেইজ’ নামে সেখানকার একটি মুভিতে অভিনয় শুরু করেছেন আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে দীপিকা বা প্রিয়াঙ্কার মতো হলিউডে অভিনয়ের আপাতত কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। বলিউডে অভিনয় করেই বেশ খুশী ও ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে অনেকেই হলিউডে চলে যাওয়ায় বলিউডে তার জন্য প্রতিযোগিতা কমে যাচ্ছে এবং ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ তৈরি হচ্ছে বলেও পিটিঅাই’র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন ক্যাটরিনা।
ক্যাটরিনার বরাত দিয়ে পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আমি উপলব্ধি করেছি যে, যেহেতু প্রত্যেকেই হলিউডে যাচ্ছেন সেহেতু আমার জন্য প্রতিযোগিতা সত্যিই কমে যাচ্ছে। বেছে বেছে ভালো চরিত্রে অভিনয়ের এটাই উপযুক্ত সময় বলে আমি মনে করি।’
ভারতেই ভালো ভালো চরিত্রে অভিনয় করতে পারায় বেশ সন্তুষ্ট বলেও সাক্ষাৎকারে বলেন ক্যাটরিনা। আর মুক্তির অপেক্ষায় থাকা নতুন মুভি ‘ফিতুর’ প্রসঙ্গে জানতে চাওয়া হয় ক্যাটরিনার কাছে। তখন তিনি বলেন, ‘মুভিটিতে অভিনয় করতে গিয়ে আমাকে বেশ ঝুঁকির মুখে পড়তে হয়েছিল। এটা গতানুগতিক নৃত্য ও গানে ভরপুর কোনো মুভি নয়। এ ধরনের মুভিতে অভিনয় করতে হলে কারো সাহস দরকার।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন