হলো না কোহলির চার অঙ্ক ছোঁয়া
হলো না বিরাট কোহলির চার অঙ্ক ছোঁয়া, পারলেন না একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এক হাজার রান করার অনন্য কীর্তি গড়তে।
অবশ্য যা করেছেন ত-ই বা কম কিসে! হালের এই ব্যাটিং সেনসেশন এবারের আইপিএল শেষ করেছেন ১৬ ইনিংসে ৯৭৩ রান নিয়ে। স্ট্রাইক রেট ১৫২.০৩, গড় ৮১.০৮।
এবারের আইপিল শুরুর আগে টি-টোয়েন্টিতে কোহলির সেঞ্চুরি ছিল না একটিও। সেখানে আইপিএলের এক আসরেই সেঞ্চুরি করলেন ৪টি! হাফ সেঞ্চুরি ৭টি।
যেভাবে খেলেছিলেন তাতে টি-টোয়েন্টিতে এক টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার রান করার বড় সুযোগই ছিল কোহলির সামনে। গ্রুপ পর্ব শেষে তার রান ছিল ৯১৯। গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে আবার দুটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের বিপক্ষে আউট হয়ে যান শূন্য রানে।
ফাইনালে হাজার রান ছুঁতে কোহলির প্রয়োজন ছিল ৮১। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৪ রানের বেশি করতে পারলেন না, ২৭ রানের জন্য হলো চার অঙ্ক ছোঁয়া। হলো না প্রথমবারের মতো আইপিএলের ট্রফিও ছুঁয়ে দেখা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন