হাঁ করে ঘুমালনো কী ঠিক? নাকি ভুল?

ঘুমানোর সময় অনেকে নিজের অজান্তেই মুখ হাঁ করে রাখেন। নাক ডাকেন-এমন ব্যক্তিদের মধ্যে এই স্বভাব বেশি দেখা যায। মুখ খোলা রেখে ঘুমানো স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর বলে দাবি করেছেন নিউজিল্যান্ডের গবেষকরা। সবচেয়ে ক্ষতির হয় দাঁতের।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক হাঁ করে ঘুমানোতে শরীরে নেতিবাচক প্রভাব নিয়ে গবেষণা করেন। এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘ওরাল রিহ্যাবিলিটেশন’।
গবেষকদের মতে, ঘুমানোর আগে চিনিসমৃদ্ধ পানীয় দাঁতের জন্য ক্ষতিকর। হাঁ করে ঘুমালেও দাঁতের একই রকম ক্ষতি হয়। এতে দাঁত অরক্ষিত থাকে। একই সঙ্গে দাঁত ক্ষয়ের হারও বাড়ে।
গবেষণায় ১০ জন সুস্থ-সবল ব্যক্তিকে মাউথ পিস ও নাক বন্ধ করার যন্ত্র দিয়ে মুখ খোলা রাখা হয়। কয়েকদিন এভাবে থাকার পর দেখা যায় পিএইচ লেভেল অনেক নেমে গেছে। গবেষকরা জানান, মুখের মধ্যেকার পিএইচ লেভেল ৭ দশমিক ৭ থাকা উচিত। কিন্তু হাঁ করে ঘুমালে এটি কমে ৬ দশমিক ৬ হয়। এই মাত্রায় মুখের মধ্যে কিছুটা অম্লতা দেখা যায়।
গবেষকরা আরো বলেন, হাঁ করে ঘুমালে মুখের মধ্যে শুকিয়ে যায়। মুখের লালা এসিড প্রস্তুতকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে রোগ প্রতিরোধ করে। তাই মুখের মধ্যেকার লালা শুকিয়ে যাওয়া মানে হলো, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মুখের ভেতরের অংশে থাকা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস হওয়া। আর শুকিয়ে যায় মুখের পেছনের অংশ।
মুখ হাঁ করে ঘুমানোর ক্ষতির শিকার বেশি হবেন পুরুষরা। এর আগে এক গবেষণায় দেখা গেছে পুরুষদের তিন ভাগের এক ভাগই হাঁ করে ঘুমান। অপরদিকে নারীদের মধ্যে হাঁ করে ঘুমানোর হার মাত্র ৫ শতাংশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন