হাইকোর্টে ব্যারিস্টার রফিকুলের সাত মামলায় জামিন
নাশকতার অভিযোগে রাজধানীর চারটি থানায় দায়ের করা সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি করে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ মঙ্গলবার (৩১ মে) এ আদেশ দেন।
আজ আদালতে মিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মাদ আলী। এসময় আদালতে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
গত রোববার এ সকল মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন তিনি।
আইনজীবী রাগিব রউফ বলেন, ‘রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মোট ২৮টি মামলা আছে। তার মধ্যে ২২ মামলায় তিনি জামিন পেলেন। বাকী ছয় মামলায় জামিন পেলে তিনি কারাগার থেকে বের হতে পারবেন।’
গত ১৬ মে বিচারিক আদালতে জামিন চেয়ে আত্বসমর্পন করেন বিএনপির এ সিনিয়র নেতা। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজধানীর মতিঝিল, মিরপুর, পল্লবী ও পল্টন থানায় এ সকল মামলা দায়ের করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন