সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, যদিও ভারত কিঞ্চিৎ এগিয়ে’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বৃহস্পতিবার এজবাস্টনে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ের বিচারে সেমিফাইনালে ভারত হয়তো ফেভারিট হিসাবে মাঠে নামবে, তবে বাংলাদেশের জয়ের ব্যাপারেও আশাবাদী বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

দুই দেশ এ পর্যন্ত ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। এর ২৬টিতে জয় পেয়েছে ভারত।

কিন্তু বাংলাদেশে দলের সাম্প্রতিক পারফমেন্স অনেকটাই আশার সঞ্চার করেছে সমর্থকদের মাঝে। কিন্তু দলীয় শক্তির বিচারে কে কতটা এগিয়ে আছে।

ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার বলছিলেন “বাংলাদেশ গত দু’বছরে যেভাবে উন্নতি করেছে তাতে এই ম্যাচটি কঠিন হবে”।

“ভারত ফেভারিট হিসেবে এগিয়ে কারণ দলটি আগে বহু আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি নতুন, কারণ আগে তারা কখনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেনি”।

“কিন্তু দুই বছরে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে তাতে সবমিলিয়ে আজ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, যদিও ভারত কিঞ্চিৎ এগিয়ে”-বলছিলেন বরিয়া মজুমদার।

ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই বাংলাদেশ দলের শক্তি রয়েছে বলে মনে করছেন তিনি।

“সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান -ব্যাটিং সব মিলিয়ে বাংলাদেশ যথেষ্ট ব্যালেন্স দল। কিন্তু যেটা আজকের খেলাটার ফল নির্ধারণ করবে সেটা হবে প্রেশার(চাপ) । কোন টিম বেটার প্রেশার (চাপ) নিতে পারে তার ওপর ডিপেন্ড করবে”।

 

“চাপ নিতে পারাটা একটা দক্ষতার বিষয়। বাংলাদেশে আগে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেনি । ফলে এই ম্যাচে তারা প্রথম আধা ঘন্টা নার্ভের চাপ সামলাতে পারবে কিনা , সেটার ওপর ভারত কিভাবে অ্যাটাক করবে-এটা দেখার বিষয়। আর প্রথমে বাংলাদেশ দুই-তিনটা উইকেট পরে গেলে সেই চাপটা তারা নিতে পারবে কিনা।” বলছিলেন মি: মজুমদার।

তাঁর মতে “মানসিকভাবে ভারত শক্তিশালী, বাংলাদেশ এদিক দিয়ে দুর্বল”।

ভারতীয় দলের শক্তি কোথায়?

বরিয়া মজুমদারের মতে ভারত সবদিক দিয়ে শক্তিশালী।

“ভারতের ব্যাটিং দুর্দান্ত, ভারতের বোলিং-ফিল্ডিং দুর্দান্ত। কোনো প্রবলেম নেই টিমটাতে। তারা আগেও ফেভারিট ছিল”।

“বাংলাদেশকে আন্ডারস্টিমেট (খাটো করে দেখার) করার জায়গা নেই, এটা ডেঞ্জারাস টিম (বিপজ্জনক দল) । তবে ভারত যদি তার সব ক্ষমতা নিয়ে খেলে তাহলে বাংলাদেশ পারবে না। ভারতকে তার মতো করে খেলতে না দেয়াই বাংলাদেশের কাজ”।

বাংলাদেশ-ভারত ম্যাচের সময় একটা বাড়তি আগ্রহ বা উত্তেজনা দেখা যায়, বিশেষ করে সমর্থকদের মাঝে।

কিন্তু এর পাশাপাশি ক্রিকেট বোদ্ধাদের অঙ্গনেও এ নিয়ে কতটা আগ্রহ আছে বলে জানালেন মি: মজুমদার।

বিশ্লেষকদের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের সেমিফাইনালে দু’দলের ওপরেই চাপ থাকবে। কে কিভাবে খেলবে সেটার ওপরই নির্ভর করবে খেলার ফলাফল।

“সব দিক দিয়ে একটা উপভোগ্য ম্যাচ দেখার জন্যই সবাই অপেক্ষা করছে”-বলছিলেন ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি