হাত দেখে ভাগ্য বলে দেবে ফজলুর রহমান বাবু

হাত দেখে ভাগ্য বলে দেবে ফজলুর রহমান বাবু
রাস্তাঘাটে আগে হাত দেখে ভাগ্য বলে দেবেন এমন গণকের সংখ্যা ছিল অনেক। শুধু তাই নয়, ভাগ্যের খবর জানাতে ব্যবহার করতেন টিয়ে পাখিকেও। তবে আধুনিক যুগে সেই গণকের সংখ্যা যেন দিন দিন কমে যাচ্ছে। কারণ অবশ্য সবকিছু এখন ডিজিটাল। পত্র-পত্রিকা আর অনলাইনগুলোতেই যে রাশিফল প্রকাশিত হচ্ছে প্রতিদিনই।
তবে আধুনিক যুগে এখনও টিয়ে পাখি নিয়ে হাত দেখেন একজন গণক।নাম তার আলী আজফার। তার পেশাই ভাগ্য গণনা। প্রতিদিন রাস্তার পাশে একটি গাছের নিচে পড়নে সবুজ পাঞ্জাবি, সাদা পায়জামা, মাথায় লাল টুপি পরিহিত আজফার বসে থাকেন। সঙ্গী তার টিয়ে পাখি। ভাগ্য গণনার জন্য তার সামনে রয়েছে অসংখ্য সাদা খাম।
তবে শহরের শত কোলাহলের মাঝেও আজফার আলীর জীবন প্রায় নিস্তরঙ্গ। তার জীবনের রঙ ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে। কারণ টিয়ে পাখির ভাগ্য গণনায় শহুরে মানুষের আস্থা যেন দিন দিন কমেই যাচ্ছে। টিয়ে পাখির ভাগ্য গণনা হাসির বস্তুতে পরিণত হয়েছে। ডিজিটাল যুগে তার টিয়ে পাখি যেন অচল। তারপরও আলী আজফার যেতে ভয় পান অন্য পেশায়। বাপ-দাদার পেশাটি হারিয়ে যাবে ভাবতে পারেন না তিনি। আর তাই ডিসকাউন্টে ভাগ্য দেখা হয় লেখা সাইনবোর্ডও তিনি লাগিয়ে রাখেন।
নিজের ভাগ্য নিজেই পরীক্ষা করে প্রতিদিন ঘর থেকে বের হন। প্রতিবারই টিয়ে যে খামটি তোলে তাতে লেখা আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। লেখাটি যতবার পড়ে ততবারই নিজেকে নিয়ে উপহাস না করে পারে না আলী আজফার। তার এই পেশায় বিরক্ত তার স্ত্রী।
ঘটনার যেন শেষ নয় এখানেই। গল্পের শুরুটা এখান থেকে হলেও শেষটা জানতে চোখ রাখতে হবে ‘টিয়ে পাখি ও কতিপয় মৃত সাদা খাম’ শিরোনামের টেলিফিল্মে। এটি রচনা করেছেন নূর সিদ্দিকী এবং পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
আর ভাগ্য গণক আলী আজফার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তার সঙ্গে আছেন রুনা খান সহ আরও অনেকে।
পরিচালক বলেন, ‘গল্পটি বেশ ভালো। আর এই ভাগ্য গণক চরিত্রে বেশ চমৎকার অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। সব সময় দর্শকদের নতুন কিছু দেয়ার চেষ্টা করি আমি। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছি।’
উত্তরায় শুটিং বাড়ির ভিতরেই আবার শুটিং সেট বানিয়েছেন এই টেলিফিল্মের জন্য, জানিয়েছেন পরিচালক। দৃশ্যধারণের কাজ চলছে এখনও। এরপর খুব শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে টেলিফিল্মটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন