হাত হয়ে উঠুক আরও সুন্দর
নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য অনেকেই প্রচুর টাকা খরচ করেন। কেউ কেউ ত্বকের যত্নে নিয়মিত পার্লারে যান। তবে পার্লার কিংবা বাসা যেখানেই হোক সবসময় ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন। বেশিরভাগ সময় আমরা মুখের যত্ন নিলেও হাত এবং পায়ের দিকে তেমন একটা গুরুত্ব দেই না। ফলে সামান্য অবহেলার কারণে হাত এবং পা তার লাবণ্য হারাতে পারে। বিশেষ করে সঠিকভাবে হাতের যত্ন না নিলে ত্বক অনেক খসখসে হয়ে যায়। তখন যে কাউকে বয়সের তুলনায় অনেক বয়স্ক মনে হয়। কাজেই মুখের পাশাপাশি সুন্দর হাত পেতে চাইলে নিয়ম করে সঠিকভাবে হাতের যত্ন নিন। জেনে নিন সুন্দর হাত পেতে কী করবেন-
ময়েশ্চারাইজার
লোশন হাতের যত্নে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে হাত হয়ে উঠে আরও নরম এবং সুন্দর। কেউ কেউ ঘুমাতে যাওয়ার আগে লোশন ব্যবহার করে তার উপর তুলোর গ্লাভস পড়ে নেয়। এতেও অনেক ভালো কাজ হয়।
ভালো মানের সাবান
সবসময় হাত পরিষ্কার রাখা জরুরি। বেশিরভাগ সময় ব্র্যান্ডের সাবান ব্যবহারে হাতের ত্বক শুষ্ক হয়ে চামড়া খসখসে হয়ে যায়। কাজেই হাতের যত্নে এ সময় ময়েশ্চারাইজার সাবান ব্যবহার করুন। চাইলে ভালো মানের কোন গ্লিসারিনযুক্ত সাবান কিংবা অ্যালোভেরার সাবান ব্যবহার করতে পারেন।
গ্লাভস পরিধান
হাত সুন্দর করার পূর্বশর্তই হলো হাত পরিষ্কার রাখা। এজন্য ঘরের কাজে সবসময় গ্লাভস পরিধান করুন। কারণ এই জিনিসটিই যে কোন ক্ষতির হাত থেকে হাতকে রক্ষা করে।
সানব্লক ব্যবহার
সূর্যের ক্ষতিকর আল্ট্রা-ভায়োলেট রশ্মি থেকে হাতকে সুরক্ষিত রাখতে সানব্লক ব্যবহারের বিকল্প নেই। কাজেই প্রতিদিন সকালে বাইরে বের হওয়ার আগে হাতে সানব্লক ব্যবহার করুন।
ফেসিয়াল করুন
প্রতিদিন নিয়ম করে হাতের সঠিক যত্ন নিন। এজন্য মুখের পাশাপাশি হাতও ফেসিয়াল করুন। সেইসঙ্গে নখের সৌন্দর্য ধরে রাখার ব্যপারেও সতর্ক থাকুন। নিয়মিত যত্নেই আপনার হাত হয়ে উঠবে আরও সুন্দর।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন