হাথুরুসিংহেকে রেখে দেওয়ার পরিকল্পনা বিসিবির
বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে ২০১৪ সালের মে মাসে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। সেবার টি২০ বিশ্বকাপকে সামনে রেখেই কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। দুই বছরে বদলে যাওয়া বাংলাদেশের চিত্রটা অনেকখানি তার কোচিং কারিশমার ফসল। সেকথা একবাক্যে সবাই স্বীকার করবেন। তাই দুই মাসের মধ্যে চুক্তি শেষ হওয়ার পর তাকে আবারো রেখে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটিই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘খেলা ছাড়ার পর গত ৮/১০ বছর আমি ক্রিকেটের সঙ্গে জড়িত। নির্বাচক ছিলাম, বোর্ডের পরিচালক হয়েছি। তখন থেকে আমি দেখেছি ক্রিকেটে কোচিং একটা বড় সমস্যা ছিলো। সেসময় আমাদের হাথুরুসিংহেকে নেওয়ার উদ্দশ্য ছিলো ওদের পরিবেশের সাথে আমাদের পরিবেশ অনেকটা মিল আছে। সেটা আমাদের কাজে আসবে। অনেক সময় দেখা যায়, অস্ট্রেলিয়ানরা দুই তিন মাসের নোটিশেই চলে যায়। আমি নিশ্চিত ও আসার পর আমাদের ক্রিকেট অনেক উন্নতি করেছে। আমি মনে করি ওর প্লানগুলোও অনেক ভালো। আমার বিশ্বাস আমাদের বোর্ড ওকে রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করবে।’
সম্প্রতি নাইমুর রহমান দুর্জয়কে সরিয়ে আকরাম খানকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন? জানতে চাইলে আকরাম খান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্যে কাজ করতে যাওয়ার সময় প্রত্যেকটা পদক্ষেপই আমার জন্যে চ্যালেঞ্জ। আমি মনে-প্রাণে কাজ করার চেষ্টা করি। তবে সবার সসহযোগিতা ছাড়া প্রত্যেকটা কাজ একা করা সম্ভব না। আর চ্যালেঞ্জ তো থাকবেই। আমি যখন টুর্নামেন্ট কমিটিতে ছিলাম তখনও চ্যালেঞ্জ ছিলো। সেভাবেই কাজ করেছি এবং করে যাব। কোচ ও বোর্ড পরিচালকদের সঙ্গে আলাপ করে যে সমস্যাগুলো আছে সেগুলি সমধান করার চেষ্টা করবো।’
এ অবস্থায় সামনের দিনগুলোতে পরিকল্পনার কথা জানতে চাইলে আকরাম খান বলেন, ‘এশিয়া কাপ চলছে, সামনে টি২০ বিশ্বকাপ রয়েছে, এসব নিয়ে মূলত ভাবছি। তাছাড়া আগামী পরশু খুব সম্ভবত প্রাকটিস হবে না। সেদিন কোচের সাথে আমি এবংসিনিয়ার কয়েকজন বসবো। সেখানে আমরা প্লান করবো, সামনে কি করা যায়।’
হাথুরুসিংহেকে রেখে দেওয়ার পরিকল্পনার কথা বললেও বোলিং কোচ হিথস্ট্রিকের ব্যাপারে আগেই তেমন কিছু বলছেন না আকরাম খান। তিনি বলেন, ‘এটা তো পুরো বোর্ডের সিদ্ধান্ত। তবে যারা ভালো করছে তাদের অবশ্যই রাখার চিন্তা করা হবে। আর কোনো কারণে আমরা যদি না রাখতে পারি, তাহলে অবশ্যই এর চেয়ে ভালোর দিকে যাবো।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন