হাথুরু-সামারাবিরাদের নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা অধিনায়ক

বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। মুশফিক-মিরাজদের সঙ্গে রয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কনসালটেন্ট থিলান সামারাবিরা, ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। বিদেশি কোচিং স্টাফের এই তিনজনই শ্রীলঙ্কার। পেশাদার ক্রিকেটের তাগিদে নিজ দেশের বিপক্ষে পরিকল্পনা করতে হচ্ছে হাথুরুদের!
বলার অপেক্ষা রাখে না যে শ্রীলঙ্কার খেলোয়াড়, পরিবেশ, পরিস্থিতি খুব ভালোই জানেন বাংলাদেশের এই লঙ্কান তিন কোচ। শ্রীলঙ্কার যে কোনো খেলোয়াড়ের শক্তিমত্তা-দুর্বলতা তাদের মাথায় আছে। কোচিংয়ের জন্য মুশফিকদের সেসব বলে দেবেন তারা।
তাই হাথুরু-সামারাবিরাদের নিয়ে চিন্তিত শ্রীলঙ্কার টেস্টে অধিনায়ক রঙ্গনা হেরাথ। বলেন, ‘দীর্ঘ দিন মুরসের অধিনায়ক ছিলেন হাথুরু। আমি তার অধীনে খেলেছি। তিনি খুবই বুদ্ধিমান একজন মানুষ। সুযোগের জন্য কোনো কিছুই রাখেন না। সব বিষয়ে খুঁটিয়ে দেখেন।’
লঙ্কান অধিনায়ক আরও যোগ করেন, ‘বাংলাদেশ দলে বেশ কয়েকজন শ্রীলঙ্কান কাজ করেন। আমাদের খেলা নিয়ে তাদের ধারণা আছে নিশ্চয়ই। তিনজন বাংলাদেশ দলের সাথে দারুণ কাজ করছে; বিশেষ করে প্রধান কোচ হাথুরুসিংহে। যে কারণে সিরিজটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। অন্য কোচদের চেয়ে আমাদের সম্পর্কে তাদের ভাণ্ডারে তথ্য অনেক বেশি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন