বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হানিফের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যা বললেন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম

সন্তান হারানোর পর নিজের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

রোববার রাতে ঢাকার পরীবাগের বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, “উনি (হানিফ) একথা যদি বলে থাকেন, এটাতে তিনি শুভ বুদ্ধির পরিচয় দেননি, উনি বোঝার চেষ্টা করেননি।

“সরকার বিচার করতে পারেন। আমি দুর্বল মানুষ, একলা মানুষ। আমার কোনো দল নেই। আমার একটা মত আছে, তা প্রকাশ করার সুযোগ পাই না। মিডিয়া নেই, পত্র-পত্রিকা নেই। আমার তেমন টাকাও নেই। বিচার চাইতে কেমনে যাব?”

“হানিফ সাহেব যদি একথা বলে থাকেন, তাহলে উনি খুবই অন্যায় কথা বলেছেন। এটা অন্যায়,” বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপক।

সন্ত্রাসীদের হামলায় একমাত্র ছেলেকে হারানো এই অধ্যাপককে সান্তনা দিতে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদসহ কয়েকজন নেতা তার বাড়িতে যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগ নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানান তিনি।

শনিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক কাসেমের ছেলে ফয়সল আরেফিন দীপনকে। তিনি এই প্রকাশনা সংস্থাটির মালিক ছিলেন।

একইদিন লালমাটিয়ায় আরেকটি প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয় এর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে।

টুটুল ও দীপন দুজনই গত ফেব্র“য়ারিতে নিহত অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন। অধ্যাপক কাসেমের সহকর্মী অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিতকে জঙ্গিরা হত্যা করে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুত্র হত্যার পর অধ্যাপক কাসেম ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এই খুনের বিচার চান না তিনি। যারা ধর্মনিরপেক্ষতাবাদ ও রাষ্ট্রধর্ম নিয়ে ‘রাজনীতি’ করছেন-উভয়পক্ষের শুভবুদ্ধি উদয়ের প্রত্যাশা তার।

তার বক্তব্যে ‘বিস্ময়’ প্রকাশ করে ক্ষমতাসীন দলের যুগ্মসাধারণ সম্পাদক রোববার বিকালে সাংবাদিকদের বলেন, “হত্যাকারীদের আদর্শে বিশ্বাসী বলেই পুত্র দীপন হত্যার বিচার চাননি বাবা আবুল কাসেম ফজলুল হক।

“আমি অবাক হয়েছি। আমার মনে হয়, যারা এই খবরটি পড়েছে, সবাই অবাক হয়েছেন। একজন পুত্রহারা পিতা সন্তানের হত্যার বিচার চায় না, এটা বাংলাদেশে প্রথম। পৃথিবীতেও এমনটা আমি দেখিনি।”

সমাজতন্ত্রের আদর্শের অনুসারী হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক জীবনের শেষ ভাগে বিএনপি সমর্থিত শিক্ষকদের সাদা প্যানেলের সঙ্গে সম্পৃক্ত হওয়া অধ্যাপক কাসেমকে নিয়ে আওয়ামী লীগ নেতার বক্তব্যের সমালোচনা করেছেন হাফিজউদ্দিন আহমেদ।

অধ্যাপক কাসেমের বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, “এখন বিজ্ঞ মানুষের বসবাস মুশকিল হয়ে গেছে। একটা সন্ত্রাসী দেশ হয়ে গেছে। ছেলে মারা গেছে, বাবা বিচার চায় না, কারণ হত্যাকারীদের সমর্থক-এই যদি বলে, তাহলে আমরা কোন দেশে আছি!”

অধ্যাপক আবুল কাসেমও বলেন, “বিবেকবান, চিন্তাশীল লোকের আত্মপ্রকাশ করা অসম্ভব হয়ে গেছে। আজ মনোবল অর্জন করা কঠিন।”

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ