হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধারঃ আদালতে নেওয়া হবে ফরহাদ মজহারকে
সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ফরহাদ মজহারের পরিবার তাকে অপহরণের অভিযোগ করেছে। একই সঙ্গে মুক্তিপণের টাকাও দাবি করা হয়েছে। এ কারণে আদাবর থানায় অপহরণ মামলা হবে। এ মামলায় তাকে উদ্ধার করা হয়েছে দেখিয়ে আদালতে নেওয়া হবে।’
উল্লেখ্য, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। স্বজনেরা অভিযোগ করেন, গতকাল ভোরে কে বা কারা ফরহাদ মজহারকে রাজধানীর শ্যামলীর হক গার্ডেনের বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন