হানিমুনের জন্য মাহির পছন্দ যুক্তরাষ্ট্র, অপুর সিলেট

গত ২৫মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের দু’মাসের মাথায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল বিবাহত্তোর সংর্বধনাও।
এদিকে বুধবার রাতে রাজধানীর অভিজাত একটি কনভেনশন সেন্টারে হয়ে গেল বৌভাতের অনুষ্ঠানও। অপু ও মাহিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহির পরিবার-ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও ঢালিউডের দামী তারকারা।
অনন্ত জলিল, বর্ষা, মৌসুমী, ওমর সানি, বাপ্পিসহ অসংখ্য তারকারা ছিলেন সেই তালিকায়। এছাড়া ছোটপর্দার তারকাদের আনাগোনা ছিল চোখে পড়ার মত। বৌভাতের অনুষ্ঠানে মাহি পরেন লাল রঙের লেহেঙ্গা।
অনুষ্ঠানের এক পর্যায়ে মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলেন অপু। অনুষ্ঠানে হানিমুনে কোথায় যাচ্ছেন মিডিয়াকর্মীদের এমন প্রশ্নে অপু বলেন, হানিমুন সিলেটে করা হবে। সিলেটে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জায়গা। প্রকৃতির মধ্যেই তো আমরা সবসময় বাস করি। এটাই তো হানিমুনের জন্য সুন্দর জায়গা। মানুষ ঢাকা থেকে সিলেটে ঘুরতে যায়। অার আমরা বাইরে যাব।
এদিকে সিলেট নয় হানিমুনের জায়গা হিসেবে যুক্তরা্ষ্ট্রকে বেছে নিয়েছেন মাহি। তাই দুজনের মধ্যে বনিবনা হয়েই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই হানিমুন সারবেন অপু-মাহি। আর কিছুদিনের মধ্যে শ্বশুড়বাড়ির সবাইকে নিয়ে তিনি উড়াল দেবেন। বিয়ের পরবর্তী সংসার জীবন গুছিয়ে নিতে টানা দু’মাসের ছুটি নিচ্ছেন বলেন জানান মাহি।
ওই দু’মাসে তিনি কোনো চলচ্চিত্রের শুটিং করবে না। তবে ছুটি কাটিয়ে মাহি ও সজলের প্রথম জুটিবদ্ধ নতুন ছবি ‘হারজিত’ সিমেনার শুটিং’র কাজ শুরু করবেন ‘কৃষ্ণপক্ষ’ খ্যাত এ নায়িকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন