হান্নান শাহর বাসায় গেলেন ফখরুল
ব্রিগেডিয়ারজেনারেল(অব.)আস মহান্নানশাহর পরিবারকে সমবেদনা জানাতে তাঁর মহাখালীর ডিওএইচএস বাসায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাসায় গিয়ে হান্নান শাহর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় হান্নান শাহর স্ত্রী নাহিদ হান্নান, বড় ছেলে রেজা হান্নান ও তার স্ত্রী বাসায় ছিলেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাদ এশা সিঙ্গাপুরে ছেরাঙ্গন রোডে এঙ্গলার জামে মসজিদে হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ খুব দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
হান্নান শাহের মরদেহ আসবে বুধবার
প্রসঙ্গত, সিঙ্গাপুরে র্যাফলস হার্ট সেন্টারে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।
গত ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য হান্নান শাহকে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে সেখানে গেছেন ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন।
এর আগে ৬ সেপ্টেম্বরহৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতরঅসুস্থহলেহান্নানশাহকে সামরিক হাসপাতাল সিএমএইচ-এভর্তিকরাহয়।ডাক্তারের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন