শোকবাণীতে খালেদা জিয়া
হান্নান শাহর মৃত্যুঃ এই সংবাদ আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে খালেদা জিয়া তাঁর অভিব্যক্তি প্রকাশ করেন।
খালেদা জিয়া বলেন, ‘আমি শোকার্ত ও বেদনাহত চিত্তে আ স ম হান্নান শাহকে চিরবিদায় জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমার দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী ও সহযোদ্ধা আ স ম হান্নান শাহর ইন্তেকালের দুঃসংবাদ আমার কাছে অকল্পনীয় ও বিনা মেঘে বজ্রপাতের মতো।’
হান্নান শাহ দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন—এমন প্রার্থনার মধ্যেই তাঁর মৃত্যুসংবাদ এসেছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘এ বেদনা ও শোকের পরিমাপ নেই।’
বাণীতে খালেদা জিয়া বলেন, ‘দেশ-জাতির প্রতিটি প্রয়োজনের মুহূর্তে তিনি (হান্নান শাহ) অসম সাহস ও দেশপ্রেমে দীপ্ত হয়ে রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। আজীবন তিনি যোদ্ধা সেনানায়কের ভূমিকাই পালন করে গেছেন। জাতীয় জীবনে বর্তমান ক্রান্তির সময়ে তাঁকে যখন খুব দরকার, সে সময় তিনি চিরতরে চলে গেলেন।’
হান্নান শাহর মৃত্যুতে শুধুই বিএনপিই নয়, বরং জাতি এক সাহসী সন্তানকে হারাল বলে উল্লেখ করেন খালেদা জিয়া।
শোকবাণীতে বলা হয়, ‘স্বৈরাচারবিরোধী নব্বইয়ের গণঅভ্যুত্থানের একজন অগ্রবর্তী সংগঠক হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে, ফখরুদ্দীন-মইনুদ্দীনের অবৈধ সরকারবিরোধী সংগ্রাম সূচনাকারী একজন বলিষ্ঠ কণ্ঠ হিসেবে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে মরহুম হান্নান শাহ আমাদের অনেক স্মৃতির সঙ্গে জড়িত রয়েছেন। তাঁর ভূমিকা ও অবদান ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে।’
হান্নান শাহর রুহের মাগফিরাত কামনা করেন খালেদা জিয়া। সেইসঙ্গে তাঁর শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। দলের এই জ্যেষ্ঠ নেতার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন