হান্নান শাহর শূন্যতা পূরণ হওয়ার নয়: ফখরুল
যখন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলা মানুষ কমে যাচ্ছে তখন আ স ম হান্নান শাহর চলে যাওয়ায় দেশপ্রেমিক মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার চিরতরে চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। ফখরুল বলেন, ‘তাকে (হান্নান শাহ) এত দ্রুত হারাতে হবে এমনটা কল্পনাও করিনি।’
মঙ্গলবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সদ্যপ্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর স্মরণে দলের পক্ষ থেকে আয়োজিত শোকসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের শাসনামলে যিনিই কথা বলছেন তার ওপর নির্যাতনের খড়গ নেমে আসছে। আমরা হয়তো হান্নান শাহকে ফিরে পাবো না, কিন্তু তার পথে চলতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তার অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘গোটা দেশ যখন কঠিন সময় অতিক্রম করছে তখন আমাদের শোকসভা করতে হচ্ছে। যখন কথা বলার মানুষ কমতে শুরু করছে তখন না ফেরার দেশে চলে গেলেন আদর্শের প্রতীক হান্নান শাহ।’
হান্নান শাহকে স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি গণতন্ত্রের কথা বলতেন, অধিকার আদায়ের কথা বলতেন। তাকে এত দ্রুত হারাতে হবে কোনো দিন কল্পনাও করিনি।’
‘এই সরকারের নির্যাতন-নিপীড়নে নিঃশেষ হয়ে যাওয়ার উদাহরণ হান্নান শাহ’ এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘সেদিন মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে কোর্টে যাওয়ার সময় হার্ট অ্যাটাক করেছিলেন হান্নান শাহ। পরে না ফেরার দেশেই চলে গেলেন তিনি।’
মির্জা ফখরুল বলেন, ‘মৃত্যুর পর জানলাম হান্নান শাহ কত জনপ্রিয় ছিলেন। তার জানাজায় নেতাকর্মীদের ঢল। তিনি যে রাজনীতি করতেন সে রাজনীতিকে এ দেশের মানুষ কত সমর্থন করে তাও প্রমাণ হলো। তিনি ছিলেন আদর্শের প্রতীক।’
এসময় হান্নান শাহের স্মৃতিকে ধরে রাখতে বিএনপি সর্বাত্মক কাজ করবে বলেও জানান দলের মহাসচিব।
একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতেই নেতা-কর্মীদের নামে একের পর এক মামলা দিচ্ছে। তারা বাঘের পিঠে সওয়ার হয়েছে। তাই দমন পীড়ন করে ক্ষমতায়
টিকে থাকতে চাইছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।
এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোকসভায় উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন