হাবিবুল বাশারের সাথে কিছুক্ষণ
প্রকৃতিতে শীতের আমেজ। বিকেলের আকাশে তেজহীন নেতিয়ে পড়া রোদ্দুরের লুকোচুরি। যেদিকে চোখ যায় সবুজের পাপড়ি।
সামনে সবুজ গালিচায় ক্রিকেটের বনেদি লড়াই। চোখ জুড়ানো সৌন্দর্যের মুগ্ধতায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমানে ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমন।
সদ্যই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের সাথে সাথে দলীয় শততম জয় পেয়েছে টাইগার বাহিনী। এবার মাশরাফি বাহিনীর সামনে ইংল্যান্ড ক্রিকেট দল। ৭ অক্টোবর থেকে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
হাবিবুল বাশারের তুমুল ব্যস্ততা। এরই ফাঁকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের সিলেট-রংপুর ম্যাচ দেখতে সিলেটে ছুটে এসেছেন এক সময়কার ‘মি. ফিফটি’ খ্যাত এই ব্যাটসম্যান। স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে আগামীর তারকা শাহানুর রহমান, সাজেদুল হক, আরিফুল হকদের খেলায় চোখ রাখছিলেন বাশার। সেখানেই কিছুক্ষণ কথা হয় তাঁর সঙ্গে।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা সিরিজ, শেষ হওয়া আফগান সিরিজি, সৌম্যর ব্যর্থতা, ইমরুল কায়েসের এক ম্যাচ খেলেই বাদ পড়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে কথা বললেন বাশার।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটা ম্যাচ তাদের কাছে হেরে যাওয়া, পরে তাদের বিপক্ষে সিরিজ জয়- বিষয়টাকে কিভাবে দেখছেন, প্রশ্ন ছিল হাবিবুল বাশারের কাছে।
মুখে স্মিত হাসি নিয়ে বাশার বলেন, ‘আমি অবশ্যই খুশি। দেশের জার্সি গায়ে খেলা অনেক কঠিন, আবার গৌরবেরও। ছেলেরা বেশ কিছুদিন পর মাঠে নামলো। সিরিজ জয় অবশ্যই আনন্দের। গত দু’বছর ধরে যে ক্রিকেট খেলে আসছে বাংলাদেশ, আফগানদের বিপক্ষে একটা ম্যাচ হেরে যাওয়ায় তাতে প্রভাব পড়বে না।
আফগানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে টাইগারদের ছন্দ পেতে সময় লেগেছে মন্তব্য করে হাবিবুল বাশার বলেন, ছন্দ ফিরে পেলে বাংলাদেশ কি করতে পারে, তা তো শেষ ম্যাচেই প্রমাণিত।’
আফগানদের বিপক্ষে সৌম্য সরকারের টানা তিন ম্যাচে ব্যর্থতার বিষয়েও হাবিবুল বাশার বলেন, সৌম্য দারুণ ব্যাটসম্যান। ওয়ানডেতে তার ব্যাটিং গড় দারুণ। তার অফ ফর্ম বেশিদিন থাকবে না বলেই আশা করছি। শিগগিরই সে স্বরূপে ফিরবে।’
কথা ওঠলো ইমরুল কায়েসের প্রসঙ্গেও। বিভিন্ন সিরিজে এক ম্যাচ খেলিয়েই ইমরুলকে বসিয়ে রাখা হয়। এ প্রসঙ্গে বাশারের মন্তব্য, ‘টিম কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। যে জন্য ইমরুলকে বসে থাকতে হয়।’
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও কথা বললেন দেশের এক সময়কার সেরা ব্যাটসম্যান বাশার, ‘আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমরা একটা বা দুইটা ম্যাচ জয়ের চিন্তা করতাম, কিন্তু এখন আমরা সে অবস্থানে নেই। আমাদের এখন সিরিজ জয়েরই টার্গেট।’
সিলেটে বসে হাবিবুল বাশার ক্রিকেট নিয়ে কথা বলবেন, আর সেখানে সিলেটের প্রসঙ্গ আসবে না, তা তো হয় না! এলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের খেলা না হওয়ার কথা, জাতীয় দলে অলক কাপালির সুযোগ না পাওয়ার বিষয়।
সিলেট ভেন্যু দেখে অভিভূত বাশার বলেন, ‘ওয়ান্ডারফুল ভেন্যু। এখানে বাংলাদেশের খেলা না হওয়াটা দুর্ভাগ্যজনক। কনস্ট্রাকশনের কাজ শেষ হলেই এখানে খেলা হবে। খেলা না হওয়ার পেছনে অন্য কোনো কারণ নেই।’
অলক কাপালিকে ‘দুর্ভাগা’ই বললেন বাশার, ‘ওর আসলে দুর্ভাগ্য। ও যে পজিশনে খেলে, সেখানে ওকে সুযোগ দেয়ার স্কোপ নেই, অপশন কম।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন