হাবিবের পর এবার প্রতিবাদী স্ট্যাটাসে যা বললেন তানজিন তিশা

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের প্রাক্তণ স্ত্রী রেহান চৌধুরী অভিযোগ করেছেন, ‘হাবিব -রেহানের ডিভোর্সের আগে থেকে হাবিবের সঙ্গে তানজিন তিশার যোগাযোগ। ও হাবিবের গানের মডেল ছিল। তার পক্ষ নিয়ে হাবিব আমার সাথে অনেক ঝগড়া করেছে। বলতে লজ্জা নেই, তারা লিভ টুগেদার করতো। কেউ কেউ তো এটাও বলছে, তারা নাকি বিয়ে করেছে। আর ইদানিং তিশা আমাকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।’
হাবিবের প্রাক্তন স্ত্রীর এমন অভিযোগের পর হাবিব বিষয়টি নিয়ে মুখ খুলেন। গতকাল শনিবার রাতে তিনি তার ফেসবুকে পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিয়ে তার কথা তুলে ধরেন।
হাবিব তার স্ট্যাটাসটিতে লেখেন, আমাকে নাকি কিছু সাংবাদিক ভাই খুঁজে পাচ্ছেন না! আমি এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছি কনসার্টের জন্য। কিছুটা দুঃখজনক যে একটা বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। আপনাদের করা একটা নিউজ দেখলাম। যেখানে বলা হয়েছে যে তানজিন তিশার কারণে আমার সঙ্গে রেহানের ডিভোর্স হয়। কথাটি ঠিক নয়, কারণ এক হাতে তালি বাজে না। তানজিন তিশার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।
‘এবং এটি নিয়ে কিছু বলতে আমি বাধ্য না, এবং কেনইবা আমার ডিভোর্সের কয়েক মাস পর এসব কথা রেহানই বা বললো এটাও আমার কাছে আশ্চর্যজনক। বলার হলে আরো আগেই বলতো। ডিভোর্সের কারণ যাই এ হোক না কেন আমি তো জোর করে ডিভোর্স করতে বলিনি তাকে। সমঝোতার মাধ্যমেই তা হয়। তাহলে এখন এত কাদা ছোড়াছুড়ি কেন? এসব করে কারোই তো কোনো লাভ আমি দেখি না। এসব মোটেই কাম্য নয়।
এদিকে আজ রোববার দুপুরে বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তানজিন তিশা। তিনি লিখেছেন, “বেশ কিছুদিন ধরে যেই বিষয় টা উঠে এসেছে সেটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না এবং হাবিব ওয়াহিদ এর স্ট্যাটাস এর পর তো আসলে কিছু বলার ও নেই। তারপরও কিছু কথা না বললেই না, হাবিব এর সাবেক স্ত্রী আমার নামে যেসব অভিযোগ করেছে তাতে শ্রদ্ধা রেখেই আমি বলতে চাচ্ছি যে একথা টা সত্যি যে একটা সময় আমার এবং রেহান এর মধ্যে বেশ বাজে এবং অকত্থ কিছু কথা আদান প্রদান হয়েছিল কিন্তু এটাও সত্য যে তার আগে কিছু ভালো কথা বাতরাও হয়েছিল।
বাজে কথা গুলোর জন্য আমি তার কাছে দুঃখও প্রকাশ করেছিলাম কিন্তু তার কাছ থেকে এখনো তা পাইনি বরং একের পর এক মিথ্যা অভিযোগ আমার নামে সে দিয়ে যাচ্ছে যে আমি এখনো তাকে বাজে কথা বলে যাচ্ছি। রেহান এর সমস্যা সে তার সাবেক স্বামী কে জানাতে পারতো আমাকে। অকত্থ ভাষায় গালা গালি না দিয়ে আমার নাম এর ফেইসবুক ফেক একাউন্ট গতকাল বন্ধ হয়েছে তাই এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে হঠাৎ করে এসব কেন?
তিনি লিখেন, তার সাথে তো আমার গত কয়েক মাস ধরে কোনো যোগাযোগই হয়নি, তাহলে হঠাৎ করে পাবলিকলি এসব কাদা ছোড়াছোড়ি কেনো? যখন বাজে কথা বার্তা আদান প্রদান হচ্ছিলো আমাদের মধ্যে এসব তো তাহলে তখন বললেই পারতো রেহান।
সবশেষে এটাই বলতে চাই যে সবকিছুর স্ক্রিনশট সহ প্রমান আমার কাছেও আছে কারণ একতরফা কোনো কিছুই ঘটে না। কিন্তু আমি এমন কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নই. আশা করি এটা এখানেই শেষ হবে। “
উল্লেখ্য: ২০১১ সালের ১৩ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে বিয়ে করেন হাবিব ওয়াহিদ। আর তাদের বিয়েটা হয়েছিল হাবিবের মা রোখসানা ওয়াহিদের পছন্দে। ২০১২ সালের ২৪ ডিসেম্বর ছেলের বাবা হন হাবিব। তাদের ছেলের নাম আলিম। এ বছর ১৯ জানুয়ারি হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরীর বিবাহ বিচ্ছেদ হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন