হামলার আগে শেওড়াপাড়ার আস্তানায় ছিলেন জঙ্গিরা!
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় জঙ্গিদের মদদদাতা সন্দেহে নুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল ইসলাম মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার রাজধানীর ৪৪১/৮ পশ্চিম শেওড়াপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে একটি হাতে তৈরি গ্রেনেড ও জঙ্গিদের ব্যবহৃত কালো পোশাক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, জঙ্গিদের কেউ কেউ হামলার কয়েক দিন আগে থেকে এই বাড়িতে থাকতো বলে ধারণা করা হচ্ছে। মো. নুরুল ইসলাম পুলিশের কাছে তার ভাড়াটিয়ার তথ্য গোপন করেছেন।
এর আগে শনিবার জঙ্গি হামলায় জড়িতদের বাড়িভাড়া দেওয়ার ও তাদের তথ্য গোপনের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্যসহ তিনজনকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ঢুকে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে ছয় জঙ্গি। পরদিন সকালে পরিচালিত সেনা কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হন। তার আগেই তারা জিম্মিদের মধ্যে ২০ জনকে হত্যা করেন; যাদের ১৭ জনই ছিলেন বিদেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন