হামলার আশংকায় ফায়ারিং করে উল্লাস করেন মেয়র
সরকারি বিধি অমান্য করে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে শর্টগানের গুলি ছুড়ে উল্লাস ও পিস্তল প্রদর্শনের ঘটনায় জেলা প্রশাসকের কারণ দর্শানো নেটিশের জবাব দিয়েছেন ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা।
সোমবার বিকালে জেলা প্রশাসকের কাছে স্বশরীরে গিয়ে লিখিত জবাব দেন তিনি। বিষয়টি মঙ্গলবার দুপুরে জানাজানি হয়।
বিধি অমান্য করে অস্ত্র ব্যবহার করায় গত সপ্তাহে ‘কেন তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে না’ জানতে চেয়ে এক সপ্তাহের সময় দিকে মেয়রকে শোকজ করেছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বিকালে মেয়র স্ব-শরীরে এসে শোকজের লিখিত জবাব দিয়েছেন। লিখিত জবাবে মেয়র উল্লেখ করেছেন- ‘আমি একটি রাজনৈতিক দলের নেতা। প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয়। গত ইউপি নির্বাচনের পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’
তিনি জবাবে আরও উল্লেখ করেন, ‘আমার কাছে আগে থেকেই সংবাদ ছিল আমাকে হত্যার উদ্দেশ্যে বিয়ের অনুষ্ঠানে হামলা হতে পারে। সে কারণে বিয়ের অনুষ্ঠানে আনন্দ উদযাপনের নামে গুলি ছুড়েছি। এখানে আতংকের কোনো ঘটনা ঘটেনি।’
‘গুলি ছোড়ার আগে অনুমতি নিতে হয়, এটি আমার জানা ছিল না। এ ধরনের ভুল আর হবে না’ উল্লেখ করে তিনি শেষবারের মতো ক্ষমা করে দেয়ার জন্য অনুরোধ করেন।
মেয়র জবাবে আরও লিখেছেন- ঘটনার পরের দিন তিনি ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, শোকজের জবাব দিয়েছেন ভেড়ামারা পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা। শোকজের জবাব পর্যলোচনা করে দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান করা হবে।
গত ১০ জানুয়ারি রাতে বড়ভাই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সাবেক এপিএস সাইফুল ইসলাম রানার মেয়ের বিয়ের অনুষ্ঠানে শর্টগানের ফায়ারিংয়ের মাধ্যমে আনন্দ উদযাপন করেন ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমুল ইসলাম ছানা। তিনি সেখানে পিস্তলও প্রদর্শন করেছেন। এমন দৃশ্য ফেইসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন