হামলা-হুমকিতে আত্মগোপনে বিএনপিসহ অন্য প্রার্থীরা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নং শেখ মাটিয়া ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী আর তাদের ক্যাডারদের বিরুদ্ধে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। তাদের হুমকিতে ইতোমধ্যে বিএনপি প্রার্থীসহ কিছু প্রার্থী আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে। আত্মগোপনে যাওয়া প্রার্থীদের পক্ষে কেউ প্রচারণাও চালাতে পারছে না। তাদের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের হামলায় প্রায় পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার মোট ৯টি ইউনিয়নের মধ্যে প্রথম দফায় ৫টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে ৭নং শেখ মাটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন মো. কাইমুজ্জামান। বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন মো. আতিয়ার মাস্টার। তবে প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ প্রার্থীর চাপে বিএনপির তৌহিদুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ধানের শীষ প্রতীকের পোস্টার লাগাতে গেলে সরকার দলীয় ক্যাডারদের হামলায় আসাদ কবিরাজ, রবিউল আহত হয়।
এছাড়া, ২ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর মোস্তাফিজুর রহমান তাজিরের পক্ষে পোস্টার লাগানোর সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও আওয়ামী লীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন পক্ষে তুহিন ও মিজানের নেতৃত্বে একটি দল তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সাকিব নামে একজন গুরুত্বর আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোপূর্বে বেশ কয়েকবার প্রার্থী তাজিরের বাড়িতে গিয়ে জাকির হোসেনের লোকজন তাকে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য বলে এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনিও বর্তমানে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। এছাড়া, পাশের ওয়ার্ডের উশৃঙ্খল যুবকদের দিয়ে এলাকায় নৈরাজ্যেও সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ।
প্রতিপক্ষের হুমকি ও চাপে অপর প্রার্থীরা আত্মগোপনের থাকার বিষয়ে জানতে চাইলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, এর জবাবদিহিতা আমি আপনাকে দেব না। এ বিষয়ে আমি জানি না।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন