হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই আইপিএলের জমজমাট আসর শুরু হচ্ছে আজ
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসরের বড় আকর্ষণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের পর্দা উঠতে যাচ্ছে আজ ৫ এপ্রিল থেকে। বরাবরের মতো এবারের আসরকে ঘিরেও দর্শকদের তাক লাগিয়ে দিয়ে আরো জনপ্রিয়তা পেতে কিছু সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অংশ নিচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
তবে গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ আজ মাঠে নামবে গত টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছাড়াই। কারণ বাংলাদেশ জাতীয় দলের সাথে এখন শ্রীলঙ্কায় রয়েছেন মোস্তাফিজ।
তবে মুস্তাফিজের জন্য অপেক্ষার প্রহর গুনছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কোচ মুডি বলেন, ‘এখনও আমরা প্রত্যাশা করছি যে ও আমাদের হয়ে খেলতে আসবে। যদিও এখনো আমরা কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাইনি। তবে আশা করছি সাত এপ্রিলের মধ্যে আমরা তাকে দলে পাব। যদি বিসিবির কাছ থেকে ভিন্ন কিছু শুনতে না হয়। তবে আমরা তাকে পাওয়ার আশা ছাড়ছি না। ’
বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন যথারীতি কোলকাতা নাইট রাইডার্সে। তবে জাতীয় দলের ব্যস্ত সূচী থাকায় তিনিও এবার কতটা খেলার সুযোগ পাবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আজ বুধবার রাত ৮.৩০ মিনিটে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ। তবে বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে মাঠে থাকছেন না বিরাট কোহলি। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব সামলাবেন শেন ওয়াটসন। কোহলি না থাকলেও দলে থাকছেন ক্রিকেটের সব জনপ্রিয় তারকারা। ট্রাভিস হেড, টাইমাল মিলসের মত বড় তাড়কাদের দেখা যাবে এবারের আইপিএলে বেঙ্গালুরুর জার্সিতে।
অপর দিকে ক্রিস জর্ডান, রশিদ খানের মত খেলোয়াড়রা এবারের আইপিএল নিলামে কিনেছে চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ।
দেখুন কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ –
সানরাইজার্স হায়দরাবাদ: ১. ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ২. শিখর ধাওয়ান, ৩. মইসেস হেনরিকস, ৪. যুবরাজ সিং, ৫. দীপক হুদা, ৬. নামান ওঝা (উইকেটরক্ষক), ৭. বেন কাটিং/ ক্রিস জর্ডান, ৮. বিপুল শর্মা, ৯. রশিদ খান, ১০. ভুবনেশ্বর কুমার, ১১. আশিস নেহরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১. ক্রিস গেইল, ২. মান্দিপ সিং, ৩. ট্রাভিস হেড, ৪. শেন ওয়াটসন (অধিনায়ক), ৫. কেদার যাদব (উইকেটরক্ষক), ৬. শচীন বেবী, ৭. স্টুয়ার্ট বিনি, ৮. পবন নেগি, ৯. জুবেন্দ্র চাহাল, ১০. টাইমাল মিলস, ১১. আনিকেত চৌধুরী/ হারশাল প্যাটেল।
আইপিএলের মতো এখন অনেক দেশেই এরকম ঘরোয়া টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, যদিও ভারতীয় এই আসরটি সবচেয়ে বেশি সফলতা বা আলোচনার জন্ম দিয়েছে। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হিসাবে আইপিএল শুরু করার পর আরো অনেক দেশেই তো এ রকম আসর শুরু হয়েছে। বলা হয় যে, এ ধরণের যতোটি ঘরোয়া টুর্নামেন্ট এখন হচ্ছে, তার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল সবচেয়ে বেশি আলোচিত।
এই টুর্নামেন্টে মোট ৫৬টি খেলা হবে এবং প্রতিটি দল ১৬টি করে খেলায় অংশ নেবে। ২০০৮ সালের প্রথম এই টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়, যা এবার দশ বছর পূর্ণ করলো।
আগের নয় আসরের চ্যাম্পিয়ন: রাজস্থান রয়্যালস (২০০৮), ডেকান চার্জার্স (২০০৯), চেন্নাই সুপার কিংস (২০১০, ২০১১), কলকাতা নাইট রাইডার্স (২০১২, ২০১৪), মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৩, ২০১৫) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (২০১৬)।
এবার উদ্বোধনী অনুষ্ঠান ভারতের বেশ কয়েকটি শহরে একযোগে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে আইপিএলের নয়টি সিজনের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছে বলিউডের একনম্বর তারকাদের পারফর্ম করতে। আইপিএল-এর মঞ্চে এর আগে পারফর্ম করেছিলেন শাহরুখ খান, হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পা়ডুকোনের মতো তারকারা। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরু থেকেই রয়েছে চমক।
আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, এবার আইপিএল-এর আটটি হোস্ট শহরে আটটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে পারফর্ম করবেন বলিউডের তরুণ ব্রিগেড যেমন পরিনীতি চোপড়া, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপূরেরা। বলিউডের এই তারকারা পারফর্ম করবেন দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, গুজরাট, মু্ম্বাই, পুণে, বেঙ্গালুরু এবং ইনদওরে।
সূত্রের খবর, পরিনীতি, টাইগার, শ্রদ্ধা ছাড়াও অনুষ্ঠানে অংশ নিতে পারেন রীতেশ দেশমুখ, অ্যামি জ্যাকসন। সম্ভবত, অ্যামি তাঁর নাচের জাদু দেখাবেন সানরাইজারস হায়দরাবাদের হয়ে। রীতেশ তাঁর শিল্প দেখাবেন পুণে রাইসিং সুপারজায়েন্টের ভক্তদের জন্যে।
এদিকে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক প্রবীণ কর্মকর্তা জানান, অম্বলার মেয়ে পরিনীতি পারফর্ম করবেন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। ১৫ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলসের উদ্বোধনী ম্যাচের আগে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এক কর্মকর্তা জানান, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইডেন গার্ডেন্স মাতাতে আসছেন শ্রদ্ধা কাপূর এবং মোনালি ঠাকুর। তবে কেকেআর-এর মালিক শাহরুখ খানের ঝলকও দেখতে পারে ইডেনের দর্শকেরা উদ্বোধনী অনুষ্ঠানের দিন। এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু না বললেও, বাদশার পক্ষে সবই সম্ভব, দাবি সিএবি-র এক কর্মকর্তা।
এদিকে গুজরাট লায়নস-এর হয়ে তাঁর স্টান্ট দেখাবেন জ্যাকি পুত্র টাইগার। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম দেখতে পাবে টাইগারের পারফর্ম্যান্সের ঝলক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন