হারতে হারতে সিরিজ জিতলো ভারত

কোনো টি-টোয়েন্টি সিরিজে কখনো একের বেশি ম্যাচ জেতেনি জিম্বাবুয়ে। এবার সামনে ছিল সুবর্ণ সুযোগ। ১৩৯ রান করলেই আসে সেই অর্জন। ভারতের বিপক্ষে সিরিজও জিতে নেয় তারা। কিন্তু স্নায়ুক্ষয়ী শেষ ওভারে বারিন্দর স্রানের জয় হলো। শেষ বলে বাউন্ডারি মারলেই জয় জিম্বাবুয়ের। কিন্তু নিচু হয়ে আসা ফুলটস বলকে এক্সট্রা কাভারে তুলে দিলেন এল্টন চিগুম্বুরা। হারতে হারতেই ৩ ম্যাচের সিরিজটা ২-১ জিতে নিল ভারত। ফাইনাল হয়ে ওঠা শেষ ম্যাচে তাদের শাসরুদ্ধকর জয় ৩ রানের।
শেষ ওভারে ২১ রান দরকার ছিল জিম্বাবুয়ের। একেবারে তীরে এসে তরী ডুবেছে স্বাগতিকদের। হারারেতে শেষ এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে মাত্র ১৩৮ রান তোলে ভারত। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি জিম্বাবুয়ে। স্বাগতিকরা ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানে থেমেছে।
ম্যাচের সেরা ভারতের ব্যাটসম্যান কেদার জাদব। ৪২ বলে ৫৮ রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন এই ডান হাতি ব্যাটসম্যান। ওটাই ম্যাচের সর্বোচ্চ স্কোর। লোকেশ রাহুল ২২, আম্বাতি রাইডু ২০ ও অক্ষর প্যাটেল অপরাজিত ২০ রান করেছেন। ব্যাট করা জিম্বাবুয়ের ৭ ব্যাটসম্যানের ৬জনই দুই অঙ্কের রান করেছেন। তবে সর্বোচ্চ রান ২৮। কেউ সেট হয়ে মোটামুটি বড় কোনো ইনিংস খেলতে পারলেন না। তবু জয় পেতেই পারতো জিম্বাবুয়ে। শেষ বলে ভারত বেঁচেছে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতা স্রানের কারণে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন