হারের কারণ জানালেন মাশরাফি
হারের বৃত্ত থেকে যেন বের হতে পারছে না বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজে একের পর এক হারে জর্জরিত টিম টাইগার। আজ (শুক্রবার) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে সিরিজ হারালো বাংলাদেশ। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন হারের কারণ ।
সিরিজ জুড়েই কোনো ম্যাচেই দল হিসেবে খেলতে পারে নি বাংলাদেশ। মাশরাফির কন্ঠে ঝড়লো তারই আক্ষেপ, “আমরা এখনো দল হয়ে খেলতে পারিনি। যা আমাদের হারের পেছনে অন্যতম কারণ।”
এদিকে এই ম্যাচ নিয়ে মাশরাফি আরো বলেন, “প্রতিটি ম্যাচের আজও আমাদের বোলিংয়ের শুরুটা খারাপ হয়েছে। চতুর্থ উইকেট জুটিতে আমাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। তারপরও প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি। সিরিজে এখনও একটা ম্যাচ বাকি। দেখি কি হয়।”
তবে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ১৯৫ করার পরেও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলো বাংলাদেশ। এই প্রসঙ্গে মাশরাফি বলেন, “তারা ১৯৫ করার পরেও আমরা আশাবাদী ছিলাম। দ্রুত তিন উইকেট পড়ার পরেও আমরা লড়াই করতেছিলাম কিন্তু এরপর আর তা ধরে রাখতে পারি নি।”
সিরিজ হারলেও আরো বাকি আছে একটি টি-টোয়েন্টি ম্যাচ। ৮ জানুয়ারী শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
এ সংক্রান্ত আরো খবর পড়ুন:
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন