হারের কারণ হিসেবে যা বললেন মাশরাফি
ভারতের বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল টাইগাররা। সেই ধারবাহিকতা তারা ভারতের ধর্মশালায় ধরে রাখে টি২০ বিশ্বকাপপের বাছাইপর্বে।
তবে বুধবার পাকিস্তানের বিপক্ষে সুপার টেনের ম্যাচে আল-আমিন ও তাসকিনদের সেই বোলিং আর খুঁজেই পাওয়া যায়নি। ফলে মূল পর্বের প্রথম ম্যাচে ৫৫ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের কাছে বড় হারের জন্য বোলারদের বাজে বোলিংকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।
পাকিস্তানের কাছে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এদিন আমাদের বোলাররা ভালো করতে পারেনি। প্রথম ছয় ওভারে পাকিস্তানের ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে পেরেছে। সেখানে আমরা ম্যাচ থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়ি।’
বুধবার কলকাতার ইডেনে গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৫ রান। চলতি বছর আট টি২০তে এটি তাদের সর্বোচ্চ। পাকিস্তানের এই উড়ন্ত সূচনা বাংলাদেশের বোলারদের চাপে ফেলে দেয় বলে মনে করছেন মাশরাফি, ‘ওরা প্রথম ছয় ওভারে যে শটগুলো খেলছিল আমরা সেই চাপটা নিতে পারিনি। তখন থেকেই আমরা পিছিয়ে গিয়েছি। আমার মনে হয় (বোলাররা) সবাই ইতিবাচক ছিল। কিন্তু ওরা যখন আক্রমণ করেছে তখন আমরা পিছিয়ে যাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন