হারের জন্য যাকে দায়ী করলেন কলকাতার অধিনায়ক
আইপিএলে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে চার উইকেটে হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে রোববারের ম্যাচে শেষ ১২ বলে মুম্বই ইন্ডিয়ান্স দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রানের! সেভাবে দেখতে গেলে ম্যাচ তখনো ছিল ৫০-৫০। কিন্তু ঋষি ধাওয়ানদের বিশ্রী ফিল্ডিং এবং অঙ্কিত রাজপুতের দুর্বল বোলিং ম্যাচের রং রাতারাতি পাল্টে দিল।
ম্যাচের পর সঙ্গত কারণেই বিরক্ত কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক গৌতম গম্ভীর। বললেন, ‘‘শেষের ওই তিন ওভার বাদ দিলে বোর্ডে যে রান ছিল, তাতে অনায়াসে ম্যাচ জেতা যেত। ’’ যোগ করলেন, ‘‘হার্দিক এবং নীতিশ দুর্দান্ত ব্যাটিং করেছে ঠিকই, কিন্তু হার্দিকের ক্যাচ হাতছাড়া না হলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। ’’
তাহলে এই হারের ময়নাতদন্ত করতে গিয়ে কী উঠে আসছে? গম্ভীর বলছেন, ‘‘এই ধরনের ম্যাচে স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু শেষ দিকে যেভাবে কিছু বাজে রান হয়েছে এবং ক্যাচ নষ্ট হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট যে, স্নায়ুকে আমাদের দলের ক্রিকেটারেরা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ’’ ক্রিস লিনের চোট নিয়ে গম্ভীরের মন্তব্য, ‘‘এখনও জানি না। ফিজিওর সঙ্গে কথা বললে বুঝতে পারব। ’’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন