হারের দুঃখে স্টেডিয়ামে আগুন [ভিডিও সহ]
প্রিয় দলের হার কারই বা ভালো লাগে! সেটাও যদি হয় কোনো প্রতিযোগিতার বাঁচা-মরার লড়াইয়ে। দুঃখ হওয়ারই কথা। তাই বলে হতাশাজনক হার মেনে নিতে না পেরে স্টেডিয়ামেই আগুন? খুব কমই দেখা যায় ক্রীড়াবিশ্বে। সম্প্রতি অবশ্য এমন ঘটনা সত্যিই ঘটেছে তুরস্কে। ইস্তাম্বুল বায়ুকশেহিরের বিপক্ষে ২-১ গোলে হারের পর ক্ষোভে-দুঃখে স্টেডিয়ামেই আগুন ধরিয়ে দিয়েছেন এস্কেশিয়েস্পোরের সমর্থকরা।
বেশ কয়েক বছর দ্বিতীয় বিভাগের লিগে খেলার পর ২০০৭-০৮ মৌসুমে আবার তুরস্কের প্রথম বিভাগের লিগে উঠে এসেছিল এস্কেশিয়েস্পোর। গত কয়েক মৌসুমে তারা লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকার মাঝারি অবস্থানে থেকে। ২০১১-১২ মৌসুমে তারা ছিল পঞ্চম স্থানে। সেই দলটি যে এবার অবনমনের খাঁড়ায় পড়বে, তা হয়তো সমর্থকরা কল্পনাও করতে পারেননি। হারের দুঃখটাও তাই ছিল অনেক তীব্র।
তুরস্কের প্রথম সারির লিগে টিকে থাকার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না এস্কেশিয়েস্পোরের সামনে। কিন্তু বাঁচা-মরার সেই লড়াইয়ে ২-১ গোলে হেরে যায় তুরস্কের মাঝারি সারির এই ক্লাব। ম্যাচের একেবারে শেষমুহূর্তে হজম করতে হয় একটি গোল। ফলে ২০০৭-০৮ মৌসুমের পর আবারও তাদের নেমে যেতে হয় দ্বিতীয় বিভাগের লিগে। এই দুঃখ থেকে নিজেদের স্টেডিয়ামেই আগুন ধরিয়ে দেয় সমর্থকরা। মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের পাশাপাশি গ্যালারিতেও আগুন জ্বালিয়ে দেয় তারা। এ ঘটনায় আহতও হয়েছেন তিনজন।
১৯৫৩ সাল থেকে আতাতুর্ক স্টেডিয়ামই ছিল এস্কেশিয়েস্পোরের হোম গ্রাউন্ড। তবে এবারের মৌসুম শেষে নতুন এক স্টেডিয়ামে চলে যাওয়ার কথা আছে ক্লাবটির। সেখানেও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই চেষ্টাই হয়তো করবে ক্লাব কর্তৃপক্ষ।
https://youtu.be/dnFKPWTVzlE
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন