হারের মূল কারণ জানালেন যুবরাজ সিং

সানরাইজার্স হায়দরাবাদের অশ্বমেধের ঘোড়া মঙ্গলবার ঘরের মাঠে থামিয়ে দেয় দিল্লি। আর তারই ময়নাতদন্ত করতে গিয়ে বেশ কিছু প্রসঙ্গ তুলে আনলেন হায়দরাবাদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান যুবরাজ সিং।
মঙ্গলবারের হারের প্রসঙ্গে যুবরাজ বলেন, ”ম্যাচের প্রথম ৬ ওভারে অনেক বেশি রান দেওয়া ও করুণের ক্যাচ মিস আমাদের হারের মূল কারণ। এ দিনের শুরুটাও বোলাররা ভাল করতে পারেনি। সেই সময় বেশ কিছু উইকেট তুলে নেওয়া গেলে দলের পক্ষে ভাল হত। কিন্তু তা না হওয়ার সুযোগ নিয়ে ওদের সব ব্যাটসম্যানরা প্রায় ৩০-৪০ রানের ইনিংস খেলে। ”
মঙ্গলবার আশিস নেহরার অনুপস্থিতিও দলকে সমস্যায় ফেলেছে বলে মনে করেন যুবরাজ। বলেন, ”আমাদের বোলিং লাইনআপে ভুবনেশ্বর কুমার এবং রাশিদ খানের মত নির্ভরশীল বোলার রয়েছে। সিরাজ এবং কাউল ভাল বল করলেও ওদের এখনও অনেক শেখার আছে। নেহরা সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরলে আমাদের বোলিং আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। ”
বোলাররা যাই করুক না কেন তিনি কিন্তু ব্যাট হাতে সফল। যদিও তার ৭০ রানের ইনিংস হায়দরাবাদকে জয় এনে দিতে পারেনি। যুবরাজ বলেন, ”আমার জন্য রান পাওয়াটা খুবই দরকার ছিল। শেষ ৩-৪টি ইনিংসে সেট হওয়ার জন্য ঠিক মত সময় পাইনি। উইকেটের চরিত্র না বুঝে খেলা সে সময় বেশ কঠিন ছিল। তাই এ দিন শেষ অবধি ম্যাচ ধরে রেখে বড় শটের জন্য গিয়েছি। ”
এদিন ২৯ রানে তার ক্যাচ ফেলেন সঞ্জু স্যামসং। তারপরই অপরাজিত ৭০ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। যুবরাজ অবশ্য নিজেকে ভাগ্যবাণ বলছেন। ”আমি খুবই ভাগ্যবান যে ওই সময় ইনিংসের শুরুতে সঞ্জু আমার ক্যাচ মিস করে। যেটা আমি পরে কাজে লাগিয়েছি। ”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন