হালুয়াঘাটে পুলিশ পরিচয়ে প্রতারণায় স্থানীয়দের গণধোলাই

হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি:এম.এ.খালেক:- হালুয়াঘাটে পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদা দাবীর অভিযোগে স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয়েছে এক ব্যাক্তি।
উপজেলার পৌর শহরের পাঠাগার মোড় নামক স্থানে ১৬ জানুয়ারি সন্ধায় ডিবি পুলিশের নাম ভাংগীয়ে জন সাধারণের সাথে প্রতারণা করার অভিযোগে পৌর শহরের আকনপাড়া গ্রামের জালাল উদ্দিন এর পুত্র মোস্তফা মিয়া (৩৬) কে গণধোলাই দিয়েছে বিক্ষুদ্ধ জনতা । স্থানীয়রা জানায়, কোহিনুর মাস্টার ও তার ছোট ভাই জাকির হোসেনের সাথে জমি জমা নিয়ে বিরোধ চল ছিল তার সুবাদে কোহিনুরের পক্ষ নিয়ে ঘটনার প্রায় ১৫ দিন পূর্বে পৌর শহরের খন্দক পাড়া গ্রামের আক্তার হোসেনের পুত্র জাকির হোসেন এর বসত বাড়িতে গিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে জাকির হোসেন এর স্ত্রী সালমা বেগম কে মহিলা পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করে।
এ বিষয়ে জাকির হোসেন সাংবাদিকদের জানায়, তার বড় ভাইয়ের সাথে জমি নিয়ে বিরুদের জেরধরে মোস্তফা তার বসত বাড়িতে গিয়ে তার পিতা ও স্ত্রীকে শিগ্রই জমির বিরুধ নিস্পতি না করলে মহিলা পুলিশ দিয়ে তার স্ত্রীকে ধরে নিয়ে যাবে এবং সে ডিবি পুলিশের লোক বলে দাবী করে । গত মঙ্গলবার দিন রাতে তার মুদি দোকানে এসে মোস্তফা এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। অন্যথায় তাকে ধরে নিয়ে যাবে , ঘটনাটি থানা পুলিশ সহ স্থানীয়দের অবগত করে ভুয়া পুলিশ সদস্য নিশ্চিত হওয়ার পর এই গণ ধোলাইয়ের ঘটনাটি ঘটে। এ বিষয়ে কোহনিুর মাস্টার সাংবাদিকদের বলেন, তিনি মোস্তফাকে চিনেন না এবং তার সাথে কোন সংস্লিষ্টতা নেই।এ বিষয়ে মোস্তফা মিয়া বলেন, তিনি জাকিরের বাড়িতে যাননি ,তার দোকানে গিয়ে ছিলেন মঙ্গলবার দিন রাতে। সন্ধায় তার বন্ধু কোহিনুর মাস্টার তাকে মোবাইল ফোনের মাধ্যমে পাঠাগার মোড়ে ডেকে আনে এবং কোন কিছু বুঝে উঠার আগেই ভুয়া পুলিশের অভিযোগ তুলে তাকে অজ্ঞাত ব্যাক্তিরা গণধোলাই দিয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা বলেন,ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করেছেন । তদন্তে পুলিশের নাম ব্যবহারে সংস্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে তদন্তকারি কর্মকর্তা এস আই সানোয়ার হোসেন বলেন, ঘটনা স্থল পরির্দশন করেছেন,স্থানীয় ব্যক্তি সহ জাকিরের সাথে কথাবলেছেন জমি সংক্রান্ত বিরোদের জের ধরেই গণধোলাইয়ের ঘটনাটি ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন