হালুয়াঘাটে বিদ্যুৎতের দুই কর্মীকে পিটালেন প্রধান শিক্ষক
হালুয়াঘাট প্রতিনিধি:এম.এ.খালেক:- হালুয়াঘাটে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অপরাধে পল্লী বিদ্যুতের দুই বিদ্যুৎ কর্মীকে পিটালেন প্রধান শিক্ষক।
আহত বিদ্যুৎ কর্মীরা জানায়,উপজেলার ধুরাইল ইউনিয়নের উত্তর রামনগর গ্রামের আহাম্মদ মল্লিক এর অবৈধ সেচ সংযোগ বিচ্ছিন্ন করতে গত ২৬ জানুয়ারি দুপুরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনা স্থলে যান পল্লী বিদ্যুতের হালুয়াঘাট এরিয়া অফিস সহকারি জোন ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন ও লাইনম্যান আলমগীর হোসেন ।
বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা কালে বনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো্ ঃএমদাদুল হক সহ স্থানীয় ৩/৪ জন লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সহ-কর্মীরা ঘটনা স্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করে। ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক এমদাদুল হক এ প্রতিবেদককে মুঠোফোনে জানায়, ,তিনি মারধর করেননি আহত’রা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তার নিকট নগদ অর্থ দাবী করেন বলে তিনি জানান। এ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনাটি তিনি অবগত রয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা থানা পুলিশের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করেছেন ।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার পদদীশ কুমার মন্ডল বলেন , থানা পুলিশের সহযোগিতায় অবৈধ সেচের সংযোগটি বিচ্ছিন্ন করেছেন মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন