হালুয়াঘাট পাঠাগার যাওয়ার রাস্তাটির করুন দশা
হালুয়াঘাট প্রতিনিধি:এম.এ.খালেক:-পৌর এলাকা হালুয়াঘাট এর রাস্তা ঘাটের করুন দশা একটু বৃষ্টি হলেই ড্রেনের বর্জ্র ও বৃষ্টি পানি ভাসতে থাকে রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা হালুয়াঘাটের চিরচেনা জিরো পয়েন্ট থেকে পাঠাগার একমাত্র রাস্তাটি করুন দশা এই রাস্তাটি দিয়ে শুক্ন দিনেও সাধারণ জনগন চলাফেলা করে না।
ড্রেনের গন্ধ ও প্রর্সাব তার পড়ে পরিনত হয়েছে টয়লেটের মতো এখান দিয়ে চলাফেরা করতে হয় নাক চেপে প্রতিনিয়ত দেখা যায় রাস্তাটির পাশে বসে প্রর্সার করছে সাধারন জনগন।
এই রাস্কাটির দুই পাশে থাকা ব্যবসায়ীরা পড়েছে বিপাকে সারাদিন বসে থাকতে হয় নাক চেপে আর লোকজন চলাফেরা না করাতে দোকানের বেচাকিনাও কমে গেছে এই রাস্তাটির এই বেহাল দশার কারনে প্রায় এক কি:মি: ঘুড়ে চলাফেরা করতে হয়।
এই গুরুত্ব পূর্ণ রাস্তাটি দিয়ে হালুয়াঘাট পাঠাগার, কেজি স্কুল,সরগম সংগীত বিদ্যালয় সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস, কাচা বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাতাযাত করা যায়।
এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে রিক্সা অটো চলাচল করতে চায় না হালুয়াঘাট পৌর এলাকার সাধারণ জনগনের দাবী এই গূরুত্বপূর্ণ রাস্তাটি শিগ্রহী সংস্কার করা হউক
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন