হাসনাতের জামিন নামঞ্জুর
গুলশানে জঙ্গি হামলা মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছে আদালত।
সিএমএস আদালতে জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে রোববার বিচারক মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে সেটি না মঞ্জুর করেন।
এর আগে ঢাকা সিএমএম আদালত একইভাবে এ আসামির জামিন নামঞ্জুর করায় এ আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। মামলায় জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানও কারাগারে আছেন। তিনি মামলাটিতে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
গত ৪ আগস্ট হাসানাতকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরে দুই দফা ১৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন। যৌথ বাহিনী পরে অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গির সবাই নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন