হাসপাতালে সালাম-শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়ার জন্মদিন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ। ১৯৪৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তবে জন্মদিন উপলক্ষে গত কয়েক বছরেরে ধারাবাহিকতায় এবারও করা হয়নি কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন। তবে আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
২০১৮ সাল থেকে কারাগার, হাসপাতাল আর শর্তসাপেক্ষে মুক্তির সময়টিতে বাসাতেই কেটেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন।
বিএনপির চেয়ারপার্সন বর্তমানে রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের গভীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা এখন খানিক উন্নত। চিকিৎসার সঙ্গে যুক্তরা তাকে জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছা-সালামে অভিনন্দিত করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “ম্যাডাম চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন। শারীরিকভাবে একটু উন্নত বলে মনে করছেন চিকিৎসকেরা। আজ কোনো এক সময় মহাসচিব যেতে পারেন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার আজকের জন্মদিনে নতুনত্ব তেমন কিছু নেই। বিশেষ করে ২০১৬ সাল থেকে নেতাকর্মীদের আয়োজনে কেক কেটে উদযাপন করতে দেখা যায়নি। জন্মদিনের পরদিন ১৬ আগস্ট দলের নেতাকর্মীরা দোয়া-দরুদ পড়ে মোনাজাত করেন। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় বনানীতে চেয়ারপার্সনের কার্যালয়ে হয় ধর্মগ্রন্থপাঠও।
জন্মদিনে সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। এবারও ব্যতিক্রম হয়নি। তবে পরিবারের প্রায় সব সদস্যই দেশের বাইরে রয়েছেন।
তার কার্যালয়ের একজন বলেন, “যথাসময়ে যারা ছিলেন তারা সালাম দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাডাম খুশিমনে, হাসিমুখে প্রত্যুত্তর দিয়েছেন।”
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন