হাসিনা : দ্য কুইন অফ মুম্বাই’ ছবির শ্যুটিং শুরু
মুম্বাইয়ের গডমাদার হিসেবে পরিচিতি পাওয়া হাসিনা পারকরের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবি ‘হাসিনা-দ্য কুইন অফ মুম্বাই’। পরিচালক অপূর্ব লাখিয়ার এই ছবিতে হাসিনার চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। মঙ্গলবার ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। টুইটারে শ্যুটিং শুরুর একটি ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা। হাসিনা : দ্য কুইন অফ মুম্বাই’ ছবিটিতে হাসিনার ভাই দাউদ ইব্রাহিমের চরিত্রে কাজ করছেন শ্রদ্ধার নিজ ভাই সিদ্ধার্থ। শ্রদ্ধার স্বামীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কুর ভাটিয়া।
১৯৯১ সালে স্বামী ইসমাইল পারকরের সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান। প্রথমে হাসিনার ভাই দাউদের গ্যাংয়ের লোকজন খুন করে ইসমাইলের হত্যাকারীদের। কুখ্যাত সেই জে জে হসপিটাল শুটআউটের পরে হাসিনা চলে যান নাগপদায়। তার পর একটু একটু করে হয়ে ওঠেন এলাকার ‘গডমাদার’। ২০১৪ সালের জুলাই মাসে মারা যান হাসিনা।
এরপরেই এই বায়োপিকের পরিকল্পনা করেন অপূর্ব লাখিয়া। সেই সময় রানি মুখোপাধ্যায়কে হাসিনার চরিত্রের জন্য ভেবেছিলেন তিনি। কিন্তু সম্ভবত রানি এই প্রস্তাবে রাজি হননি তাই শ্রদ্ধাকেই নায়িকা হিসেবে মনোনীত করেন অপূর্ব। ২০১৭ সালে মুক্তি পাবে হাসিনা : দ্য কুইন অফ মুম্বাই’।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন