হাসিনা : দ্য কুইন অফ মুম্বাই’ ছবির শ্যুটিং শুরু
মুম্বাইয়ের গডমাদার হিসেবে পরিচিতি পাওয়া হাসিনা পারকরের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবি ‘হাসিনা-দ্য কুইন অফ মুম্বাই’। পরিচালক অপূর্ব লাখিয়ার এই ছবিতে হাসিনার চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। মঙ্গলবার ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। টুইটারে শ্যুটিং শুরুর একটি ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা। হাসিনা : দ্য কুইন অফ মুম্বাই’ ছবিটিতে হাসিনার ভাই দাউদ ইব্রাহিমের চরিত্রে কাজ করছেন শ্রদ্ধার নিজ ভাই সিদ্ধার্থ। শ্রদ্ধার স্বামীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কুর ভাটিয়া।
১৯৯১ সালে স্বামী ইসমাইল পারকরের সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান। প্রথমে হাসিনার ভাই দাউদের গ্যাংয়ের লোকজন খুন করে ইসমাইলের হত্যাকারীদের। কুখ্যাত সেই জে জে হসপিটাল শুটআউটের পরে হাসিনা চলে যান নাগপদায়। তার পর একটু একটু করে হয়ে ওঠেন এলাকার ‘গডমাদার’। ২০১৪ সালের জুলাই মাসে মারা যান হাসিনা।
এরপরেই এই বায়োপিকের পরিকল্পনা করেন অপূর্ব লাখিয়া। সেই সময় রানি মুখোপাধ্যায়কে হাসিনার চরিত্রের জন্য ভেবেছিলেন তিনি। কিন্তু সম্ভবত রানি এই প্রস্তাবে রাজি হননি তাই শ্রদ্ধাকেই নায়িকা হিসেবে মনোনীত করেন অপূর্ব। ২০১৭ সালে মুক্তি পাবে হাসিনা : দ্য কুইন অফ মুম্বাই’।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন