হায়দরবাদের হয়ে মাঠে নামার আগেই জিতে গেল মোস্তাফিজুর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ চমক দেখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
তবে জাতীয় দলের ম্যাচ থাকায় দশম আসরের শুরু থেকে দলের সাথে যোগ দিতে পারেননি জাতীয় দলের বাঁ-হাতি এই পেসার। শ্রীলঙ্কা সফর শেষ করে মঙ্গলবার আইপিএল খেলতে ভারত পৌঁছেছেন ‘কাটার মাস্টার’।
হায়দরবাদের পরবর্তী ম্যাচেই হয়তো মাঠে দেখা যাবে মুস্তাফিজকে। তবে তাকে খেলাতে হলে ভাঙতে হবে হায়দরাবাদের উইনিং কম্বিনেশন। দলের পরবর্তী ম্যাচে কাটার মাস্টারের খেলা নিয়ে ইতিমধ্যে ভোটিং পোল খুলেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
মঙ্গলবার ওই ভোটিং পোলে জিজ্ঞেস করা হয়েছে, ‘মুস্তাফিজুর রহমানকে খেলানোর জন্য সানরাইজার্স হায়দরবাদের উইনিং কম্বিনেশন ভাঙ্গা উচিত কিনা?’ সেখানে দর্শকদের ভোটেও এগিয়ে আছেন কাটার মাস্টার।
ক্রিকইনফোর এই প্রশ্নের জবাবে মুস্তাফিজের পক্ষে ভোট পড়েছে ৮৫.৮৬ শতাংশ। অন্যদিকে উইনিং কম্বিনেশন ভেঙ্গে মুস্তাফিজকে না খেলানোর জন্য ভোট পড়েছে ১৪.১৪ শতাংশ। তবে সামনে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট সূচি থাকায় খুব বেশি সময়ের জন্য মুস্তাফিজকে পাবেন না ডেভিড ওয়ার্নাররা।
এর আগে মুস্তাফিজকে ছাড়া এবারের আসরে দুই ম্যাচে মাঠে নেমে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আগামী ১২ এপ্রিল পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে গেল আসরের চ্যাম্পিয়নরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন