বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হায়দরাবাদের একাদশে না রাখা নিয়ে প্রশ্ন করায় ভারতীয় মিডিয়াকে মুস্তাফিজের দারুণ জবাব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের মতো চলতি আসরেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তরুন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এবার আইপিএলে শুরুটা একদমই ভালো হয়নি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের। প্রথম ম্যাচেই নামের প্রতি সুবিচার করতে পারেননি বাঁ-হাতি এই তারকা। ভক্তদের করেন হতাশ। কাটার মাস্টারের শুরুটাই হয়েছিল বাজেভাবে। প্রথম ওভারে দিলেন ১৯ রান।

নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন ১১ রান। আর তৃতীয় ওভারের প্রথম ৪ বলে দেন ৪ রান। জয়ের জন্য অবশ্য ওই চার রানই দরকার ছিল মুম্বাইয়ের। সব মিলিয়ে ২.৪ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে মোস্তাফিজ ছিলেন উইকেটশূন্য।

পরের দুই ম্যাচ কেকেআর ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আর একাদশে জায়গাই পাননি মোস্তাফিজ। আজ রাত ৮.৩০টায় দিল্লির বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। এই ম্যাচে চ্যাম্পিয়নদের একাদশে জায়গা হবে কি মোস্তাফিজের? নাকি আজও দর্শকের ভূমিকায় থাকছে হচ্ছে তাকে? চলতি আসরে ৫ ম্যাচ শেষে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ।

অবশ্য মুস্তাফিজকে একটি ম্যাচে মাঠে নামিয়ে পরখ করেছে হায়দরাবাদ। সেই পরখের ম্যাচে নিজেকে মোটেই মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। অন্যদিকে তার দলও হেরেছে বাজেভাবে। বারবার একাদশে থাকার জন্য এই বিষয়টি নিয়েই ভাবছেন মুস্তাফিজ।

তবে দেখার বিষয় হায়দারাবাদ টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে ফের মাঠে নামার সুযোগ দেয় কিনা।

এদিকে ক্রিকেট বিশ্বের বিস্ময় হয়ে ওঠা মুস্তাফিজকে দলে ডাক না পাওয়া নিয়ে প্রশ্ন করে ভারতীয় মিডিয়া। তবে এর জবাবটাও বেশ ভালোভাবেই দিলেন মুস্তাফিজ। যা ভারতীয় মিডিয়ার জন্য বেশ শিক্ষামূলক তো বটেই। আইপিএলের গত আসরের মতো চলতি আসরেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তরুন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

আইপিএলে নিজের প্রথম বছরে দলের নিয়মিত সদস্য হলেও চলতি আসরে একাদশে জায়গা করে নিতে পারছেন না এই বাঁহাতি পেসার। এদিকে জাতীয় দলের হয়ে মাঠে নামার পর থেকেই বল হাতে আলো ছড়িয়েছেন এই তরুণ পেসার। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন দুই বছরের কাছাকাছি। আর ছোট এই ক্যারিয়ারে নিজের নামের পাশে লিখিয়েছেন অনেক বড় বড় সাফল্য।

শুধু দেশেই নয় আইপিএল এবং ইংলিশ কাউন্টিতে খেলে ক্রিকেটবিশ্বে তোলপাড় লাগিয়ে দিয়েছিলেন এই তরুণ বাঁহাতি। আইপিএলের গত মৌসুমে হায়দরাবাদের হয়ে খেলে শিকার করেছেন ১৭ উইকেট। পাশাপাশি হয়েছেন ইমার্জিং ক্রিকেটারও। এতো সব সাফল্য অর্জন করার পরও থেমে থাকতে চান না ফিজ।

জানালেন সাফল্যের কথা কখনও মাথায় নিয়ে ঘোরেন না তিনি। ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে তিনি জানান, ‘আমি কখনও সাফল্যকে আমার মাথায় নিয়ে ঘুরিনা। আপনারাই আমাকে বড় বানিয়েছেন। সবার কাছে আমার ট্যালেন্টকে তুলে ধরেছেন। তাই আজ আমি এখানে।’

অন্যদিকে মুস্তাফিজের চাওয়া যদি সে বড় মানের একজন ক্রিকেটার নাও হতে পারেন সবাই যেন তাকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখে। তিনি বলেন, ‘আমি যদি একজন বড় মানের খেলোয়াড় না হতে পারি তাহলে আমি চাই আমাকে সবাই একজন ভালো মানুষ হিসেবে চিনুক এবং আমাকে মনে রাখুক।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি