হায়দরাবাদের বিদায় ঘণ্টা বাজাল কলকাতা

আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে ওঠার আশা টিকিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।
বুধবার অধিনায়ক গৌতম গাম্ভীরের দৃঢ়তায় বৃষ্টি আইনে হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা।
চিন্নস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৮ রান তোলে হায়দরাবাদ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এছাড়া উইলিয়ামসন ২৪ ও ধাওয়ান ১১, বিজয় শঙ্কর ২২ ও নামান ওঝা ১৬ রানের ইনিংস খেলেন।
বৃষ্টির কারণে প্রায় সাড়ে তিনঘণ্টা খেলা বন্ধ থাকার পর ব্যাট করতে নামে কলকাতা। ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান।
দলীয় ১২ রানের মধ্যেই ক্রিস লিন (৬), ইউসুফ পাঠান (০) ও রবিন উথাপ্পাকে (১) সাজঘরে ফিরিয়ে দারুণ রোমাঞ্চ ছড়িয়েছিলেন হায়দরাবাদের বোলাররা।
কিন্তু গৌতম গাম্ভীর ২টি ছক্কা এবং সমান চারের সাহায্যে ১৯ বলে ৩২ রান করে কেকেআরকে জয় এনে দেন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে কলকাতা।
ওই ম্যাচে জয়ী দল ফাইনালে রাইজিং পুনে সুপারজায়ান্টের সঙ্গে খেলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন