হায়দরাবাদের বড় পাওয়া মুস্তাফিজ: মুরালিধরন
বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমানের ক্রিকেটে অভিষেকই হয়ে যেন প্রশংসা পাওয়ার জন্য। তাই তো অভিষেকের পর থেকেই একের পর এক সাবেক গ্রেটদের প্রশংসা পাচ্ছেন এ কাটার মাস্টার।
নিজের বোলিং নৈপুণ্যের কারণেই এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিয়মিত খেলছেন তিনি। হায়দরাবাদে তার অন্যতম ভক্ত হলেন ভিভিএস লক্ষ্মণ। তাছাড়া সতীর্থরা তো আছেনই। এবার সেই তালিকায় যোগ হলেন দলটির বোলিং কোচ শ্রীলংকার সাবেক কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ হয়ে ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেটের মালিক মুরালি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, তার সামনে দীর্ঘ এক ক্যারিয়ার পড়ে আছে। ওকে ঠিকমতো পরিচর্যা করতে পারলে ওর কাছ থেকে আরও ভালো ফলাফল পাওয়া যাবে।
এ বিশ্বসেরা স্পিনার বলেন, চলতি মৌসুমে হায়দরাবাদের বড় পাওয়া মুস্তাফিজ। ও যেকোনো সময় হায়দারাবাদের দিকে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।
সানরাইজার্সের বোলিং আক্রমণেরও প্রশংসা করেছেন ৪৪ বছর বয়সী মুরালি।
তার মতে, আশিষ নেহরা, মুস্তাফিজ ও ভুবনেশ্বর কুমারের মতো বোলারদের দিয়ে গড়া সানরাইজার্সের বোলিং লাইন এবারের টুর্নামেন্টে সবচেয়ে সেরা বোলিং আক্রমণ। যা ইতোমধ্যে ভালো ফল করতে সাহায্য করেছে। এটা চলমান থাকবে এবং সানরাইজার্স নক আউট পর্বও পার করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন