হায়দরাবাদের মূল একাদশে মুস্তাফিজ
আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সব জল্পনা শেষে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের মূল একাদশে ফিরেছেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএলের ফাইনালে খেলা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল কাটার মাস্টার মুস্তাফিজের। তবে সব অনিশ্চিয়তা কাটিয়ে রোববার রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছেন ক্রিকেটের এই বিস্ময় বালক।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিএলে অভিষেক হয়েছে বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমানের। অভিষেকের পর থেকেই বোলিংয়ে দলের মূল ভরসা ছিলেন তিনি।
টানা ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ডেথ ওভারে মুস্তাফিজের চেয়ে সফল বোলার এবারের আইপিএলে একজনও নেই। সবচেয়ে কম ইকনোমি রেটে বল করেছেন ফিজ। উইকেট নিয়েছেন ১৬টি।
কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচের আগে ইনজুরিতে পড়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন এ কাটার মাস্টার। আর তার অভাব ভালোই টের পেয়েছে দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুধু ওয়ার্নার কেন গুজরাটের বিপক্ষে ওই ম্যাচে পুরো দলই তো মিস করেছে মুস্তাফিজকে।
ফাইনালে ওঠার লড়াইয়ে গুজরাটের মুখোমুখি হয় হাযদরাবাদ। দলের মূল ভরসা মুস্তাফিজ না থাকায় সুযোগ হয় নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের। এবারের আইপিএলে মুস্তাফিজের কারণেই একাদশে একবারের জন্যও সুযোগ পাননি এ কিউই বোলার।
তবে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেই হায়দরাবাদকে হতাশ করেছেন তিনি। দুধের স্বাদ কী আর ঘোলে মেটে। হলোও তাই। বল হাতে আলো ছড়ানো তো দূরের কথা ব্যাটসম্যানদের কাছে রীতিমতো তুলোধুনো হতে হয়েছে তাকে। ৪ ওভার বল করে দিয়েছেন ৩৯ রান। দলের সবচেয়ে খরুচে বোলার বোল্ট। যদিও ১টি উইকেট পেয়েছেন তিনি। তবে রান খরচায় উদার ছিলেন বোল্ট।
প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রানের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছিলেন বোল্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন