হায়দ্রাবাদের সেরা সংগ্রহ মুস্তাফিজ: ভিভিএস লক্ষ্মণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর আসন্ন নবম আসরের নিলাম শনিবার অনুষ্ঠিত হয়েছে। নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে এক কোটি ৪০ লক্ষ রুপি দিয়ে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
এই দলে শিখর ধাওয়ান, ইয়ন মরগ্যান, আশিস নেহরা, যুবরাজ সিং, ডেভিড ওয়ার্নার, ভু্বনেশ্বর কুমার, ট্রেন্ট বোল্ট ও কেন উইলিয়ামসনের মত তারকা ক্রিকেটাররা থাকলেও দলটির পরামর্শক ভিভিএস লক্ষণের মতে, তাদের সেরা সংগ্রহ মুস্তাফিজুর রহমান।
নিলামের পর মুস্তাফিজ প্রসঙ্গে লক্ষ্মণ বলেন, ‘মুস্তাফিজুরের মত একজন বোলারকে নিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের দলে অনেক ভালো ভালো পেসার রয়েছে। এতে কোন সন্দেহ নেই। তবে, মুস্তাফিজুর রহমানই হচ্ছেন তাদের মধ্যে সেরা। তার আগমণে আমাদের বোলিং অ্যাটাক দারুণ সমৃদ্ধ হবে।’
একই সঙ্গে তার মূল্য আরও বেশি হওয়া উচিত ছিল বলেও মনে করেন লক্ষ্মণ। তিনি বলেন, মুস্তাফিজ আরও বেশি মূল্য প্রত্যাশা করতে পারেন। তবে আপনি দেখেন, আমরা কিন্তু তাকে একটা সহনীয় মূল্যে পেয়েছি। সুতরাং, নিশ্চিতভাবেই তিনি হচ্ছেন আমাদের সেরা সংগ্রহ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন