‘হায়রে মানুষ! হায়রে মানবতা! কোথায় আজ মনুষ্যত্ব?’
মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, হামলায় নিহতরা জঙ্গি৷ মানবাধিকার সংগঠনগুলো বলছে, মূলত বেসামরিক নাগরিক নিহত হয়েছে৷ মনুষ্যত্ব বা মানবতা না থাকার কারণেই এ ধরণের হত্যাকান্ড ঘটছে বলে পাঠকরা মনে করছেন৷
ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠক নয়ন স্যাম লিখেছেন, ‘‘বার্মার বৌদ্ধ সন্রাসীরা একে একে মুসলমানদের শেষ করে দিচ্ছে অথচ মুসলিম বিশ্ব নির্বিকার!” নয়নের সাথে একমত পাঠক আমিনুল ইসলাম শুভ ও আশরাফুল ইসলাম৷
তবে পাঠক বশির খান মনে করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের এমনটা হলে দেশের সুশীল সমাজ এগিয়ে আসতো৷ আর এ ধরণের হত্যাকান্ড সম্পর্কে দেওয়ান কিবরিয়া লিখেছেন, ‘‘হায়রে মানবতা! হায়রে মানুষ! কোথায় আজ মনুষ্যত্ব?”
তানভির শুধু দুঃখ করে লিখেছেন, ‘‘এসব ব্যাপারে আজকাল আর কারও চেতনা জাগ্রত হয় না৷”
আর ডয়চে ভেলের পাঠক বাবুল হাসানের ধারণা, এত দিন ধরে হত্যাযজ্ঞ চলছে, কোনো মিডিয়াই নাকি খবরগুলো সেভাবে প্রচার করছে না৷ পাঠক নজরুল ইসলাম ‘‘আল্লাহ নির্যাতিত এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষা করুন!” এই বলে শুধু প্রার্থনা করছেন৷
শেষমেশ মোবারক হোসেনের সুমনের শুধু প্রশ্ন, ‘‘এভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এতে কি কোন মানবধিকার লঙ্ঘন হচ্ছেনা ?”
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন