হায়েজ শেষ হলে ঋতুমতী নারীর করনীয়-বর্জনীয়
ফরয গোসল করার জন্যে প্রথমে নাপাক দূর করতে হবে। তারপর ‘বিসমিল্লাহ’ বলে সমস্ত শরীরে পানি পৌঁছাবে। বিশেষভাবে মাথার চুলের গোঁড়ায় পানি পৌঁছানো, চুলে খোঁপা বাঁধা থাকলে খোলা জরুরি নয়, তবে চুলের গোঁড়ায় অবশ্যই পানি পৌঁছানো জরুরি, যদি পরিচ্ছন্নকারী কোনো বস্তু যেমন, সাবান ইত্যাদি ব্যবহার করা হয় খুব ভালো।
ঋতুমতী নারীর ঋতু শেষে গোসল করা জরুরি, অর্থাৎ পবিত্র হওয়ার নিয়তে সমস্ত শরীরে পানি প্রবাহিত করা।
রাসুল [সা] বলেছেন-
فإذا أقبلت حيضتك فدعي الصلاة، وإذا أدبرت فاغتسلي وصلي
অর্থাৎ, যখন তোমার হায়েয শুরু হয় তখন নামাজ ত্যাগ কর, আর যখন বিদায় নেয় গোসল কর ও সালাত পড়।
ফরয গোসল করার জন্যে প্রথমে নাপাক দূর করতে হবে। তারপর ‘বিসমিল্লাহ’ বলে সমস্ত শরীরে পানি পৌঁছাবে। বিশেষভাবে মাথার চুলের গোঁড়ায় পানি পৌঁছানো, চুলে খোঁপা বাঁধা থাকলে খোলা জরুরি নয়, তবে চুলের গোঁড়ায় অবশ্যই পানি পৌঁছানো জরুরি, যদি পরিচ্ছন্নকারী কোনো বস্তু যেমন, সাবান ইত্যাদি ব্যবহার করা হয় খুব ভালো।
গোসলের পর সুগন্ধি জাতীয় তুলা অথবা কোনো সুগন্ধি বস্তু যোনীতে ব্যবহার করা মুস্তাহাব। রাসুল [সা] হজরত আসমা [রা]-কে অনুরূপ নির্দেশ প্রদান করেছেন। (মুসলিম)
মূল : ড. সালেহ ইবনে ফাওজান
ভাষান্তর : মাওলানা মনযূরুল হক
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন