হিজরী নববর্ষ সবার পালন করা উচিত : মেনন
ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসে লিপ্তদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
সঠিক ইসলামের চর্চার মাধ্যমেই জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সম্ভব উল্লেখ করে মন্ত্রী বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। সর্বসাধারণের নিকট ইসলামের প্রকৃত রূপরেখা না পৌঁছানোর কারণে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। অথচ আমাদের এই মাতৃভূমিতে ৩৬০ জন আউলিয়াসহ বহু আউলিয়া কিরাম শান্তির পথে সঠিক ইসলাম পৌঁছে দিয়ে গেছেন।
পহেলা মুহাররম হিজরি নববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সায়েদাবাদের মাদানি মার্কায ফয়যানে মদিনায় দাওয়াতে ইসলামীর আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, হিজরী নববর্ষ সবার পালন করা উচিত। আগামীতে যাতে রাষ্ট্রীয়ভাবে হিজরী নববর্ষ পালন করা যায় তার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবহিত করা হবে।
সংগঠনটির বাংলাদেশ সভাপতি মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন স্থানীয় ১২ নম্বর গোলাম আশরাফ তালুকদার, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল আবুল কালাম অনু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন