হিজাব পড়ে তেতুঁল খেতে হবে সানি লিওনকে
বলিউডের বিতর্কিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তত হেফাজতে ইসলাম। প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরে আক্রমনের হুমকি দেয়া হয়েছে।
শুক্রবার জুমার নামাজের খুতবার আগে বয়ানে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল এ ধরণের হুমকি দিয়েছেন।
মসজিদে উপস্থিত কয়েকজ হাজার মানুষকে আহ্বান জানিয়ে মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘বাংলার জমিনে কোনো নর্তকীকে বেলাল্লাপনা করতে দেয়া হবে না। তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরেও আক্রমণ করা হবে।’
এদিকে সানি লিওনকে ঠেকাতে হেফাজতের এমন হুমকির পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরণের মতামত দেখা গেছে। লোটাস প্রমি নামের একজন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘হেফাজত হুজুরদের খেয়ে দেয়ে কোন কাজ নাই। সানি লিওনের পিছনে লাগছেন কেন?? দেশে কতজন নারী ধর্ষিত হচ্ছেন তাদের পক্ষে কথা বলার সাহস নেই।
ভিনদেশী একজন সুপার স্টার এদেশে আসলেও ওনাদের জিভে জল এসে যায়। আসলে ব্রা-পেন্টি পড়া সানি লিওনকে দেখতে দেখতে তারা হয়তো বোর (বিরক্ত) হয়ে গেছেন। ফলে এখন তাকে হিজাব পড়া অবস্থায় তেতুল খেতে দেখতে চান। সানির অপেক্ষায় রইলাম…’। এমন নানা ধরণের বিদ্রুপাতœক মন্তব্যও দেখা গেছে ফেসবুকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন